আন্তর্জাতিক

প্রথমবারের মতো হ্যারিসের সঙ্গে প্রচারমঞ্চে ওবামা

প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে নির্বাচনী প্রচার অভিযানে হাজির হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার জর্জিয়ার পূর্ব শহরতলিতে কালো ভোটারদের কাছে ভোট চেয়েছেন ওবামা।

ক্লার্কস্টনের সমাবেশে হ্যারিস বলেন, ‘আমাদের লড়াই ভবিষ্যতের জন্য। আমি মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি এবং আমি কোথা থেকে এসেছি তা আমি কখনই ভুলব না।’

হ্যারিস বলেছেন, তিনি বিশ্বাস করেন যে ‘স্বাস্থ্যসেবা অধিকার হওয়া উচিত এবং যারা এটি বহন করতে পারে তাদের জন্য কেবল বিশেষাধিকার নয়।’

ওবামা তার ভাষণে মহামারিতে ট্রাম্পের ব্যর্থতা, সাধারণ অযোগ্যতার কথা বলেছেন।

তিনি বলেছেন, ট্রাম্পের অশোভন আচরণ ‘এত সাধারণ হয়ে উঠেছে যে লোকজন এটিকে আর গুরুত্ব সহকারে নেয় না। তার বোকামি করার অর্থ এই নয় যে তার প্রেসিডেন্ট হওয়া বিপজ্জনক হবে না।’