আন্তর্জাতিক

ইসরায়েলকে ইরানের ক্ষমতা দেখাতে হবে: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ইসরায়েলকে কিভাবে ইরানের ক্ষমতা দেখাতে হবে তা তেহরানের কর্মকর্তাদের নির্ধারণ করা উচিত। ইসরায়েলের হামলার একদিন পর রোববার তিনি এ কথা বলেছেন।

তিনি বলেছেন, ‘ইহুদিবাদী ইসরায়েল দুই রাত আগে একটা দোষ করেছে। এ ক্ষেত্রে ইরানি জাতির  শক্তি, ইচ্ছা-উদ্যম এবং উদ্যোগ-উদ্ভাবনের বিষয়টি তাদেরকে বুঝিয়ে দিতে হবে।’

সর্বোচ্চ নেতা বলেন, ‘ইরানের ব্যাপারে ইহুদিবাদীরা ভুল হিসাব-নিকাশের মধ্যে রয়েছে। তারা ইরানকে চেনে না। ইরানের জনগণের শক্তি-সামর্থ্য, ইচ্ছা-উদ্যম এবং উদ্যোগ-উদ্ভাবন এখনো ঠিক মতো বুঝতে পারেনি তারা। আমাদের পক্ষ থেকেই এটা তাদেরকে বুঝিয়ে দিতে হবে।’

ইরানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। ইরান দাবি করেছে, এই হামলায় তেহরানের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্যের সংঘাত এড়াতে ইরান পাল্টা হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন।