আন্তর্জাতিক

মেয়ের সামনে বাবাকে অর্ধনগ্ন করে তীব্র ঠান্ডায় দাঁড় করিয়ে রাখা হলো

সাড়ে তিন বছরের জুরি তার বাবার সঙ্গে উত্তর গাজার জাবালিয়াতে আটকা পড়েছিল। জুরিকে নিয়ে তার বাবা ও স্থানীয় বাসিন্দারা জাবালিয়া ছেড়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এসময় তাদের আটক করে ইসরায়েলি বাহিনী। দলটিতে থাকা দুই শতাধিক পুরুষকে অর্ধনগ্ন করে সাত ঘণ্টারও বেশি সময় ঠান্ডার মধ্যে দাঁড় করিয়ে কিংবা বসিয়ে রাখা হয়। সৌভাগ্যক্রমে ইসরায়েলি বাহিনী ছোট্ট জুরিকে তার জামা খুলতে বলেনি।

শুক্রবার ইসরায়েলি বাহিনীর এই বর্ববরতার বেশ কয়েকটি ছবি হাতে পেয়েছে সিএনএন। এই ছবিগুলো প্রথমে ইসরায়েলি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়েছিল।

সিএনএন ছবিটিতে দেখা পাঁচজনকে শনাক্ত করেছে এবং তাদের সাথে কথা বলেছে। তাদের একজন মুহান্নাদ খালাফ জানান, তিনি, তার স্ত্রী এবং তাদের শিশু পুত্র একটি নির্দিষ্ট নিরাপদ করিডোর ব্যবহার করে শিবির থেকে পালানোর চেষ্টা করছিলেন। ওই সময় ইসরায়েলি সামরিক বাহিনী তাদের আটক করে।

তিনি বলেন, ‘আমরা সবাইকে এক জায়গায় জড়ো করা হয়েছিল – পুরুষ, নারী, শিশু ও বৃদ্ধ। এটা ছিল বেলা ১১টার ঘটনা, পাঁচ ঘন্টা পরে বিকেল ৪টায়, তারা নারী ও শিশুদেরকে চলে যেতে এবং (আমাদের) সব ব্যাগ এবং জিনিসপত্র বহন করতে বলে।’

তিনি বলেন, ‘তারা চলে যাওয়ার পরে পুরুষদের তাদের জামাকাপড় খুলে ফেলতে এবং কেবল তাদের অন্তর্বাস পরে থাকতে নির্দেশ দেওয়া হয়। আমরা তা মানতে বাধ্য হয়েছিলাম। আমরা আরোকয়েক ঘন্টা ঠান্ডায় বসেছিলাম এবং আবহাওয়া ছিল হিমশীতল। তারা সেই সময় আমাদের অপমান করছিল, আমাদের নাম ডাকছিল, হাসছিল এবং ছবি তুলছিল।’

খালাফ জানান, পুরুষদের মধ্য থেকে একবারে পাঁচজনকে তল্লাশি করা হয় এবং পরে তাদের গাজা শহরে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

তিনি বলেন, ‘কিছু ব্যক্তিকে আটক করা হয় এবং অন্যদের ছেড়ে দেওয়া হয়েছিল। আমাদের অধিকাংশ গাজা শহরে শেষ পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়। পরিস্থিতি ভয়ঙ্কর এবং অত্যন্ত দুঃখজনক ছিল, কারণ আমরা দেখেছি প্রবীণ পুরুষ ও আহত ব্যক্তিদের দুর্দশা, তাদের কেউ সহানুভূতি বা করুণা দেখায়নি।’

ছবিতে ছোট্ট একটি মেয়েকে দেখা গিয়েছিল,যারা নাম জুরি আবু ওয়ার্দ। সাড়ে তিন বছরের শিশুটি তার সাইকেলে চড়ে গাজা সিটিতে যাওয়ার চেষ্টা করছিল। ওই সময় তাকে এবং তার বাবাকে চেকপয়েন্টে আটক করা হয়।

জুরির বাবা মোহাম্মাদ আবু ওয়ার্দ সিএনএনকে বলেন, তাকে তার অন্তর্বাস খুলে ফেলতে বাধ্য করা হয়েছিল এবং তাকে আট ঘন্টা ধরে জুরির পাশে রাখা হয়েছিল। তার স্ত্রী এবং অন্যান্য সন্তানরা ভোরে এলাকা ছেড়ে গাজা শহরে চলে যেতে সক্ষম হয়েছিল। তবে তিনি ও জুরি আটকা পড়ে যান। 

তিন সপ্তাহেরও বেশি আগে ইসরায়েলি বাহিনী জাবালিয়াতে নতুন স্থল অভিযান শুরু করে। তারা জাবালিয়ার বেশিরভাগ সরবরাহ বন্ধ করে দেয় এবং তীব্র লড়াইয়ের মধ্যে লোকজনকে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য করে।