তাইওয়ানের পূর্ব উপকূলে সরাসরি আঘাত হেনেছে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় কং-রে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ১টা ৪০ মিনিটে বিশালাকার ঝড় যার ব্যাস প্রায় ৫০০ কিলোমিটার, টাইতুং কাউন্টির চেংগং শহরের পূর্ব উপকূলে আছড়ে পড়ে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলেছে, শক্তিশালী টাইফুন ‘কং-রে’ আঘাত হানার আগেই মহা প্রস্তুতির অংশ হিসেবে তাইওয়ানের সব শহর ও কাউন্টিতে এক দিনের ছুটি ঘোষণা করা হয়। আর্থিক বাজার বন্ধ করা হয় এবং শত শত ফ্লাইট বাতিল করা হয়।
কং-রেকে ক্যাটাগরি ৪ টাইফুন হিসেবে তালিকাবদ্ধ করা হয়েছে, যা প্রায় সুপার টাইফুনের কাছাকাছি। টাইফুন কং-রে গত ৩০ বছরের মধ্যে দ্বীপরাষ্ট্রটিতে আঘাত হানা সবচেয়ে বিশালাকার টাইফুন।
দেশটির আবহাওয়া বিষয়ক প্রশাসন জানিয়েছে, প্রচণ্ড বাতাস এবং মুষলধারে বৃষ্টিসহ দ্বীপে আঘাত হেনেছে শক্তিশালী ঝড়টি।
আবহাওয়ার পূর্বাভাস প্রদানকারী জিন হুয়াং বলেছেন, পূর্ব উপকূলে আঘাত হানার পর এটি তাইওয়ান প্রণালির দিকে চলে যাবে। এরপর একটি দুর্বল ঝড়ে পরিণত হবে, তবে দ্বীপজুড়ে ব্যাপক বাতাসের কারণে মানুষকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন।
তিনি আরো বলেন, ঝড়ের আকার অনেক বড় এবং বাতাস বেশি।প্রশাসনের মতে, উপকূলীয় অঞ্চলে ধ্বংসাত্মক বাতাসসহ পূর্ব তাইওয়ানে ১.২ মিটার (৩.৯ ফুট) পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় উদ্ধার প্রচেষ্টায় সাহায্যের জন্য ৩৬ হাজার সেনাকে প্রস্তুত থাকতে বলেছে।
তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-টে জনগণকে পাহাড় এবং উপকূলীয় এলাকা থেকে লোকজনকে দূরে সরে আসার পরামর্শ দিয়েছেন।
এখন পর্যন্ত এক হাজার ৩০০ জনকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে সরকার জানিয়েছে।