আগামী এক বছরের মধ্যে আকাশ প্রতিরক্ষায় লেজার ব্যবহার করতে চাইছে ইসরায়েল। ‘আয়রন বিম’ নামের এই প্রতিরক্ষা ব্যবস্থা ‘যুদ্ধক্ষেত্রে নতুন যুগের সূচনা’ করবে বলে দাবি করছেন ইসরায়েলি বিশেষজ্ঞরা।
ইসরায়েল এমন সময় এ ঘোষণা দিলো যখন দেশটি ইরান ও এর আঞ্চলিক অংশীদারদের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়েছে।
সিএনএন জানিয়েছে, ইহুদি রাষ্ট্রটি চলতি সপ্তাহে অস্ত্র উন্নয়ন সংস্থা রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস এবং এলবিটি সিস্টেমসের সঙ্গে ৫০ কোটি ডলারের চুক্তি করেছে। আয়রন বিম নামে পরিচিত প্রতিরক্ষা ব্যবস্থাটি ক্ষেপণাস্ত্র, ড্রোন, রকেট এবং মর্টারসহ বিভিন্ন প্রজেক্টাইলের মোকাবিলায় উচ্চক্ষমতার লেজার ব্যবহার করে।
ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক ইয়াল জমির এক বিবৃতিতে বলেছেন, ‘এটি যুদ্ধে একটি নতুন যুগের সূচনা করবে। স্থলভিত্তিক লেজার সিস্টেমের প্রাথমিক ক্ষমতা...এক বছরের মধ্যে অপারেশনাল পরিষেবাতে প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে।’
ইসরায়েল প্রথম ২০২১ সালে আয়রন বিমের একটি প্রোটোটাইপ উন্মোচন করেছিল। এরপর থেকে এটি চালু করার জন্য তারা কাজ করছে।