গাজা যুদ্ধের প্রতিবেদনে ইসরায়েলকে অনুকূল কভারেজ দেওয়ার জন্য বিবিসিকে তার শতাধিক কর্মী অভিযুক্ত করেছে। সম্প্রচারমাধ্যমটির মহাপরিচালক ও প্রধান নির্বাহির কাছে লেখা চিঠিতে তারা ‘সঠিক প্রমাণভিত্তিক সাংবাদিকতার’ ঘাটতির সমালোচনা করেছেন।
শুক্রবার বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং প্রধান নির্বাহি ডেবোরা টার্নেসের কাছে পাঠানো একটি চিঠিতে বলা হয়েছে, ‘ইসরায়েলকে তার কর্মের জন্য জবাবদিহি করার ক্ষেত্রে মৌলিক সাংবাদিকতার নীতির অভাব রয়েছে।’
শুক্রবার দ্য ইন্ডিপেনডেন্ট প্রথম বিষয়টি প্রকাশ করে। স্বাক্ষরকারীদের মধ্যে বিবিসির শতাদিক কর্মী এবং সংবাদ শিল্পের দুই শতাধিক ইতিহাসবিদ, অভিনেতা, শিক্ষাবিদ এবং রাজনীতিবিদ অন্তর্ভুক্ত রয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, ‘অপ্রতুল কভারেজের পরিণতি উল্লেখযোগ্য। প্রতিটি টেলিভিশন প্রতিবেদন, নিবন্ধ এবং রেডিও সাক্ষাৎকার ইসরায়েলি দাবিকে শক্তিশালীভাবে চ্যালেঞ্জ করতে ব্যর্থ হয়েছে যা পদ্ধতিগতভাবে ফিলিস্তিনিদের মানবিক মর্যাদা বঞ্চিত করেছে।’
স্বাক্ষরকারীরা বিবিসিকে সম্পাদকীয় প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে, যার মধ্যে রয়েছে- ‘ইসরায়েল গাজায় বিদেশি সাংবাদিকদের প্রবেশাধিকার দেয় না তা পুনর্ব্যক্ত করা; ইসরায়েলি দাবির সমর্থনে পর্যাপ্ত প্রমাণ না থাকলে এটি পরিষ্কার করা; নিবন্ধের শিরোনামে ইসরায়েল কোথায় অপরাধী তা স্পষ্ট করা; ২০২৩ সালের অক্টোবরের পূর্ববর্তী নিয়মিত ঐতিহাসিক প্রেক্ষাপট অন্তর্ভূক্ত করা; সাক্ষাৎকারে ইসরায়েলি সরকার এবং সামরিক প্রতিনিধিদের দৃঢ়ভাবে চ্যালেঞ্জ করা।’