সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছেন রিপাবলিকানরা
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইলেক্টোরাল ভোটে এখন পর্যন্ত স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। দোদুল্যমান রাজ্যের ভোট গণনাতেও ট্রাম্পের শক্তিশালী অবস্থান ফুটে উঠেছে।
পাশাপাশি, ডেমোক্র্যাটিক পার্টির কাছ থেকে মার্কিন পার্লামেন্টের উচ্চ কক্ষ সিনেটের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতে যাচ্ছে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি।
এখন পর্যন্ত রিপাবলিকানরা সিনেটের ৫১টি আসন নিশ্চিত করেছে। অপরদিকে, ডেমোক্র্যাটরা পেয়েছেন ৪২টি আসন। ৫০ আসন পেলেই সিনেটের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়।
রিপাবলিকানরা আরও কয়েকটি রাজ্যে জয়ের আশা করছে। ডেমোক্রেটিকদের সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
জর্জিয়ায় জিতলেন ট্রাম্প
গুরুত্বপূর্ণ আরও একটি সুইং স্টেট জর্জিয়ায় বিজয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ৩০ বছর পর এই প্রথম জর্জিয়ায় জয় পেল রিপাবলকানরা।
ব্যাটলগ্রাউন্ড হিসেবে পরিচিত নর্থ ক্যারোলাইনায় বিজয়ী ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাটলগ্রাউন্ড হিসেবে খ্যাত নর্থ ক্যারোলাইনায় জিতেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর ফলে রাজ্যটির ১৬টি ইলেকট্রোরাল ভোট পেয়েছেন তিনি।
এটি ট্রাম্পের জন্য বড় ধরনের সুখবর। কারণ এটি প্রেসিডেন্ট নির্বাচনী দৌঁড়ে ২৭০টি ইলেক্ট্রোরাল ভোট নিশ্চিত করার পথে তাকে এগিয়ে রাখবে।
তবে বাকি ৬টি সুইং স্টেটের ফলাফল এখনও জানা যায়নি। যার মানে ফলাফল কমলা হ্যারিসের পক্ষেও যেতে পারে, বিশেষ করে যদি কমলা তিনটি রাস্ট বেল্ট রাজ্য - উইসকনসিন, পেনসিলভানিয়া ও মিশিগান জয় করতে পারেন।
২০১৬ এবং ২০২০ সালের নির্বাচনেও নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকানরা জিতেছিলেন। সর্বশেষ ডেমোক্র্যাটিক প্রার্থী যেনি এই রাজ্যে জয়লাভ করেন তিনি ২০০৮ সালে বারাক ওবামা।