মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় নিশ্চিত হওয়ার পর থেকেই অভিনন্দনের জোয়ারে ভাসছেন ডোনাল্ড ট্রাম্প। তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান এবং বিভিন্ন সংগঠন-সংস্থা।
ট্রাম্পের জয়ের পর প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকার শাসকগোষ্ঠী হামাস। ইসরায়েলের সঙ্গে যুদ্ধরত হামাস দেশটির ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের বিষয়ে সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
হামাস এক বিবৃতিতে বলেছে, ‘যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন সম্পর্কে আমাদের অবস্থান নির্ভর করবে ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের আচরণ, ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত অধিকার ও ন্যায়সঙ্গত ইস্যুর প্রতি তাদের অবস্থানের ওপর।’
ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনটি বলেছে, ‘নতুন প্রেসিডেন্টকে গাজার ওপর হামলার বিরুদ্ধে মার্কিন জনগণের মতামত শুনতে হবে।’
‘নতুন মার্কিন প্রশাসনের বোঝা উচিত, আমাদের জনগণ দখলদারির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে এবং তাদের অধিকার খর্ব করা কোনো পথ তারা মেনে নেবে না।’
হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য কাসেম নাইম বলেন, ‘ট্রাম্প প্রশাসনের শাসনামলে যুক্তরাষ্ট্রের অন্ধ সমর্থন বন্ধ করা উচিত। কারণ, এটি আমাদের জনগণের ভবিষ্যৎ এবং অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ক্ষতিকর।’
তথ্যসূত্র: আলজাজিরা