উচ্চ আয়ের দেশগুলোর তুলনায় কম স্বাস্থ্যকর খাদ্যপণ্য নিম্ন আয়ের দেশগুলোতে বিক্রি করে থাকে বিশ্বের বৃহত্তম খাদ্য ও পানীয় কোম্পানিগুরো। একটি নতুন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অ্যাকসেস টু নিউট্রিশন ইনিশিয়েটিভ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যেসব কোম্পানি নিম্ন আয়ের দেশগুলোতে এ ধরনের কম স্বাস্থ্যকর পণ্য বিক্রি করে তার মধ্যে রয়েছে-নেসলে, পেপসিকো ও ইউনিলিভার।
অলাভজনক সংস্থাটি জানিয়েছে, স্বল্প আয়ের দেশে বিক্রি হওয়া ৩০টি কোম্পানির পণ্য উচ্চ আয়ের দেশগুলোতে বিক্রি হওয়া পণ্যের তুলনায় অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে তৈরি স্টার রেটিং সিস্টেমে কম নাম্বার পেয়েছে।
হেলথ স্টার রেটিং সিস্টেমে, কতটুকু স্বাস্থ্যকর তার ওপর ভিত্তি করে পণ্যগুলোকে ৫টি র্যাঙ্ক করা হয়। এই র্যাঙ্ক অনুযায়ী, ৫ মানে সেরা এবং ৩ দশমিক ৫ এর উপরে স্কোরকে স্বাস্থ্যকর পছন্দ হিসাবে বিবেচনা করা হয়।
অ্যাকসেস টু নিউট্রিশন ইনিশিয়েটিভ জানিয়েছে, নিম্ন আয়ের দেশগুলোতে বহুজাতিক সংস্থাগুলোর পণ্যের রেটিং ছিল ১ দশমিক ৮। এর বিপরীতে উচ্চ আয়ের দেশগুলোতে তাদের পণ্যের রেটিং ছিল ২ দশমিক ৩।
রয়টার্সের সাথে একটি সাক্ষাৎকারে অ্যাকসেস টু নিউট্রিশন ইনিশিয়েটিভ-এর গবেষণা পরিচালক মার্ক উইজেন বলেন, ‘এটি খুব স্পষ্ট চিত্র যে এই সংস্থাগুলো বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোতে সবচেয়ে বেশি সংক্রিয় কিন্তু সেখানে যা বিক্রি করছে তা স্বাস্থ্যকর পণ্য নয়। এই দেশগুলোর সরকারকে সতর্ক থাকার জন্য এটি একটি জেগে ওঠার আহ্বান।’