যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রচারাভিযানের ব্যবস্থাপক সুসি ওয়াইলসকে হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ করার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার তিনি এ ঘোষণা দিয়েছেন।
রিপাবলিকানদের নির্বাচনে জয়ী হতে সাহায্য করেছেন এমন একজন রাজনৈতিক কর্মীকে শীর্ষ পদের দায়িত্ব অর্পণ করতে যাচ্ছেন ট্রাম্প। ২০ জানুয়ারি হোয়াইট হাউসে আনুষ্ঠানিকভাবে প্রবেশের আগে নিজের প্রশাসনে যাদের যুক্ত করবেন ট্রাম্প তাদের মধ্যে প্রথম সুসির নিয়োগ ঘোষণা করলেন। সুসি হোয়াইট হাউসে নিয়োগ পাওয়া প্রথম নারী চিফ অব স্টাফ হবেন।
প্রেসিডেন্টের দ্বাররক্ষক হিসাবে হোয়াইট হাউসের চিফ অব স্টাফের প্রভাব অনেক বেশি। তিনি হোয়াইট হাউসের কর্মীদের পরিচালনা করেন, প্রেসিডেন্টের সময় এবং সফরসূচি তৈরি করেন এবং অন্যান্য সরকারি বিভাগ ও আইন প্রণেতাদের সাথে যোগাযোগ বজায় রাখেন।
ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, ‘সুসি কঠোর, স্মার্ট, উদ্ভাবনী এবং সর্বজনীনভাবে প্রশংসিত ও সম্মানিত। আমার কোনো সন্দেহ নেই যে তিনি আমাদের দেশকে গর্বিত করবেন।’
মঙ্গলবারের নির্বাচনে ডেমোক্রেট কমলা হ্যারিসকে পরাজিত করার পর থেকে ট্রাম্প ফ্লোরিডার পাম বিচে তার মার-এ-লাগো ক্লাবে অবস্থান করছেন। তিনি তার প্রশাসনে কাদের নিয়োগ দেবেন সেই বিষয়টি বিবেচনা করছেন বলে চারটি সূত্র জানিয়েছে।