ইয়েমেনে ইরান সমর্থিত সশস্ত্র হুতি গোষ্ঠীর বিরুদ্ধে আবারও বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। হুতি পরিচালিত আল-মাসিরাহ টিভির বরাত দিয়ে রোববার (১০ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
আল-মাসিরাহ টিভি বলছে, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে ইয়েমেনের রাজধানী সানা, আমরান গভর্নরেট এবং অন্যান্য এলাকায় আজ রোববার ব্যাপক বিমান হামলা চালাচ্ছে।
হুথি মিডিয়া এবং বাসিন্দারা জানিয়েছে, রোববার সানা, এর শহরতলী এবং আমরান গভর্নরেটকে লক্ষ্য করে ইতিমধ্যে ৯ বার বিমান হামলা হয়েছে।
ইয়েমেনি মিডিয়া এই হামলায় সম্ভাব্য হতাহতের বা ক্ষয়ক্ষতির তথ্য উল্লেখ করেনি।
যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি। তবে ইউএস সেন্ট্রাল কমান্ড এর আগে হামলার সময় বলেছিল, যুক্তরাষ্ট্র, জোট এবং বাণিজ্যিক জাহাজের জন্য আন্তর্জাতিক জলসীমাকে আরও নিরাপদ ও সুরক্ষিত করার লক্ষ্যে তারা হুতিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে গত বছরের নভেম্বর থেকে ইয়েমেনের হুতি গোষ্ঠী লোহিত সাগরে ইসরায়েল ও পশ্চিমা সংশ্লিষ্ট জাহাজগুলোতে প্রায় ১০০টি হামলা চালিয়েছে। হুতিরা দুটি জাহাজ ডুবিয়েছে, আরেকটি আটক করেছে এবং অন্তত চারজন নাবিককে হত্যা করেছে।
এতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই বাণিজ্যপথ ঝুঁকিতে পড়েছে। এর প্রতিক্রিয়ায় চলতি বছরের জানুয়ারি মাসের ১১ তারিখ থেকে হুতিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যৌথ হামলা শুরু করে।
দেশ দুটি বলছে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে আরও হামলা থেকে হুতিদের বিরত রাখতেই তারা গোষ্ঠীটির সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে।
এদিকে হুতি গোষ্ঠী বলছে, গাজায় ফিলিস্তিনের ওপর ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে যাবে।