ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্টো মঙ্গলবার যুক্তরাষ্ট্রে সরকারি সফরে গিয়েছিলেন। ওয়াশিংটনে অবতরণের পরে তিনি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। ফোনালাপের সময় প্রাবো বহুবার ট্রাম্পকে স্যার বলে সম্বোধন করেছেন। তার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
প্রাবো নিজেই তার এক্স অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেছেন। ভিডিওতে প্রাবোকে বলতে শোনা গেছে, ‘আপনি যেখানেই থাকুন না কেন, আমি আপনাকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে উড়ে আসতে ইচ্ছুক, স্যার।’
জবাবে ট্রাম্প বলেছেন, ‘আপনি যখন চাইবেন, আমরা দেখা করব।’
সোমবার ওয়াশিংটনে পৌঁছানোর পর তিনি এই ফোন করেছিলেন বলে জানিয়েছে প্রাবোর কার্যালয়। তিনি ট্রাম্পের সাথে ব্যক্তিগতভাবে দেখা করেছেন কিনা জানতে চাইলে তার কার্যালয় তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি।
ট্রাম্প তার নির্বাচনী বিজয়কে আশ্চর্যজনক বলে বর্ণনা করেছেন এবং জনগণ তাকে একটি বড় ম্যান্ডেট দিয়েছে। ‘আমরা অসাধারণ সাফল্য পেয়েছি। লোকজন বলে, ১০০ বছরের মধ্যে সবচেয়ে সফল’- বলেন ট্রাম্প।
ট্রাম্প ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের ইংরেজি উচ্চারণের প্রশংসা করেছেন।
এর জবাবে বিশেষ বাহিনীর সাবেক কমান্ডার প্রাবো বলেছেন, ‘স্যার, আমার সব প্রশিক্ষণ আমেরিকায় হয়েছে।’
প্রাবো আরো বলেছেন, ‘আপনাকে হত্যা প্রচেষ্টার খবরে আমরা মর্মাহত হয়েছিলাম এবং আমরা খুব খুশি যে, স্রষ্টা আপনাকে রক্ষা করেছেন স্যার।’
জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমি খুব ভাগ্যবান। আমি সঠিক দিকনির্দেশনা নিয়ে সঠিক জায়গায় ছিলাম, অন্যথায় আমি এখন আপনার সাথে কথা বলতে পারতাম না।’
প্রাবো এসময় বলেন, ‘হ্যা স্যার।’
এরপর ট্রাম্প জানতে চান, ‘আপনি এখন কী করছেন? সবকিছু ঠিক আছে?’
প্রাবো জবাবে বলেন, ‘জ্বী স্যার, আমি আনন্দিত যে, জেরার্ড কুশনারের (ট্রাম্পের জামাতা) সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। আশা করছি, তার সঙ্গে আমার আবার দেখা হবে।’