বিশ্ব নেতাদের জলবায়ু পরিবর্তনজনিত মানবিক বিপর্যয় রোধে ‘মূল্য দেওয়ার’ আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। একইসঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ধ্বংসাত্মক মাত্রা কমিয়ে আনার সময় শেষ হয়ে যাচ্ছে। মঙ্গলবার কপ-২৯ সম্মেলনে তিনি এই সতর্কবার্তা দিয়েছেন।
প্রায় ২০০টি দেশ বাকুতে জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছে। চলতি বছর ক্লিন এনার্জির উৎসগুলোতে বৈশ্বিক পরিবর্তন এবং কার্বন নির্গমনের কারণে জলবায়ু ক্ষতি সীমিত করার জন্য শত শত বিলিয়ন ডলার সংগ্রহের উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে।
এবারের সম্মেলনে অনেক নেতৃস্থানীয় নেতা গুতেরেসের বার্তা শোনার জন্য উপস্থিত ছিলেন না। ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট জো বাইডেন সম্মেলনে অংশ নিচ্ছেন না। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং একজন প্রতিনিধি পাঠিয়েছেন এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন ব্রাসেলসে রাজনৈতিক পরিস্থিতির কারণে যোগ দিচ্ছেন না।
গুতেরেস তার ভাষণে বলেছেন, ‘জলবায়ু অর্থায়নে, বিশ্বকে অবশ্যই মূল্য দিতে হবে, নতুবা মানবতাকে মূল্য দিতে হবে। আপনি যে শব্দটি শুনতে পাচ্ছেন তা হল ঘড়ির কাঁটা ঘোরার শব্দ। আমরা বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ করার চূড়ান্ত কাউন্টডাউনে আছি এবং সময় আমাদের পক্ষে নেই।’
চলতি বছর রেকর্ডে সবচেয়ে উষ্ণ হতে চলেছে। বিজ্ঞানীরা বলছেন যে প্রমাণগুলো দেখা যাচ্ছে, তাতে বৈশ্বিক উষ্ণায়ন ও এর প্রভাবগুলো প্রত্যাশার তুলনায় দ্রুত প্রকাশ পাচ্ছে এবং বিশ্ব ইতিমধ্যেই গড় প্রাক-শিল্প তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা স্পর্শ করেছে।