আন্তর্জাতিক

কেরালার ওয়েনাড়ে প্রিয়াঙ্কার ভাগ্য নির্ধারণ আজ

ভারতের বিভিন্ন রাজ্যের বেশ কয়েকটি বিধানসভা ও লোকসভা আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এর মধ্যে ভোট হচ্ছে কেরালা রাজ্যের ওয়েনাড় লোকসভা আসনে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী আসনটি ছেড়ে যাওয়ায় এবার সেখানে লড়ছেন তার বোন প্রিয়াঙ্কা গান্ধী।

আত্মবিশ্বাসী প্রিয়াঙ্কা গান্ধী তার জীবনের প্রথম নির্বাচন লড়ছেন। ফলে সবার নজর এখন তার দিকে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ওয়েনাড় উপনির্বাচনে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের মধ্যে কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী ও বিজেপির নভ্যা হরিদাস প্রধান দুই প্রতিদ্বন্দ্বী। কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ওয়েনাড় আসনে এবার দলটি প্রিয়াঙ্কাকে প্রার্থী করে এই অবস্থান ধরে রাখতে চাইছে। 

চলতি বছরের এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত ভারতের লোকসভা নির্বাচনে কেরালার ‘ওয়েনাড়’ কেন্দ্রের পাশাপাশি উত্তর প্রদেশের ‘রায়বেরেলি’ কেন্দ্র থেকে নির্বাচনে লড়েছিলেন প্রিয়াঙ্কার ভাই কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দুটি কেন্দ্র থেকেই সাড়ে তিন লাখের বেশি ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছিলেন।

হিন্দুস্তান টাইমস বলছে, প্রিয়াঙ্কা গান্ধী যদি কেরালার এই আসন থেকে উপনির্বাচনে বিজয়ী হোন, তাহলে তিনি প্রবেশ করবেন সংসদে। লোকসভায় তিনি ওয়েনাড়ের জনপ্রতিনিধি হয়ে যোগ দেবেন। সেক্ষেত্রে সংসদে গান্ধী পরিবারের তিন সদস্যই থাকবেন। যদিও সোনিয়া গান্ধী রাজ্যসভায় থাকবেন। লোকসভায় রাহুল গান্ধী ইতিমধ্যেই বিরোধী দলনেতা হিসাবে উঠে এসেছেন। ওয়েনাড়ের উপনির্বাচন যদি প্রিয়াঙ্কা জিতে যান, তাহলে তিনি ভাই রাহুলের সঙ্গে লোকসভার সদস্য হিসাবে উঠে আসবেন।

এদিকে, ভারতের ঝাড়খণ্ডে আজ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ চলছে। ঝাড়খণ্ডের ৮১টি বিধানসভা কেন্দ্রের মধ্যে প্রথম দফায় ৪৩টিতে ভোটগ্রহণ চলছে। ১৫ হাজার ৩৪৪টি বুথে ভাগ্যপরীক্ষা হবে ৬৮৩ জন প্রার্থীর। আগামী ২০ নভেম্বর দ্বিতীয় দফায় বাকি ৩৮ আসনের ভোট অনুষ্ঠিত হবে। নভেম্বরের ২৩ তারিখ হবে ভোট গণনা।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারতে আজ ১০ রাজ্যের ৩১টি বিধানসভায় উপনির্বাচন হচ্ছে। এর মধ্যে রাজস্থানে ৭টি, পশ্চিমবঙ্গে ৬টি, আসামে ৫টি, বিহারে ৪টি, কর্ণাটকে ৩টি এবং মধ্যপ্রদেশে ২টি আসনে ভোটগ্রহণ চলছে। সেইসঙ্গে ছত্তিশগড়, গুজরাট, কেরালা ও মেঘালয়ের একটি করে আসনেও উপনির্বাচনের ভোট চলছে।