আন্তর্জাতিক

লেবাননের যুদ্ধবিরতিতে সমর্থন দিলো ইরান

ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য আলোচনায় লেবাননের যে কোনো সিদ্ধান্তকে সমর্থন করে ইরান। শুক্রবার একজন সিনিয়র ইরানি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তা জানান, তেহরান সংঘাতের অবসান দেখতে চায়।

এক বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলের সঙ্গে লেবাননের হিজবুল্লাহর লড়াই চলছে। সম্প্রতি ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর নেতা সাইয়েদ হাসান নাসরাল্লাহ এবং অন্যান্য কমান্ডাররা নিহত হয়েছে। লেবাননের যেসব এলাকায় হিজবুল্লাহর রাজনৈতিক ও সামরিক আধিপত্য রয়েছে সেখানে বিমান হামলা করছে ইসরায়েল। হিজবুল্লাহও ইসরায়েলে রকেট হামলা অব্যাহত রেখেছে এবং এর যোদ্ধারা দক্ষিণে ইসরায়েলি সেনাদের সাথে লড়াই করছে।

ইসরায়েল চলতি সপ্তাহে বৈরুতের বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ বাড়িয়েছে। মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ফিরিয়ে আনতে মার্কিন নেতৃত্বাধীন কূটনীতি যুদ্ধবিরতির জন্য তোরজোড় শুরু করেছেন।

লেবাননের দুই সিনিয়র রাজনৈতিক সূত্র রয়টার্সকে জানিয়েছে, লেবাননে মার্কিন রাষ্ট্রদূত বৃহস্পতিবার লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির কাছে যুদ্ধবিরতির একটি খসড়া প্রস্তাব পেশ করেছিলেন। হিজবুল্লাহ আলোচনার জন্য বেরিকে সমর্থন করেছে এবং শুক্রবার সিনিয়র ইরানি কর্মকর্তা আলি লারিজানির সাথে দেখা করেছে।

তিনি মার্কিন যুদ্ধবিরতি পরিকল্পনাকে ভণ্ডুল করার জন্য বৈরুতে এসেছেন কিনা এমন প্রশ্নের জবাবে লারিজানি বলেন, ‘আমরা কোনো কিছু বিনাশ করতে চাই না। আমরা সমস্যার সমাধানের চেষ্টা করছি।’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে উল্লেখ করে লারিজানি বলেন, ‘আমরা সব পরিস্থিতিতেই লেবাননের সরকারকে সমর্থন করি। যারা বাধা দিচ্ছে তারা হচ্ছেন নেতানিয়াহু এবং তার জনগণ।’