ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নিলে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শিগগির শেষ হবে।
তিনি জানিয়েছেন, ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর তার সঙ্গে ফোনালাপে এ বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।
যুদ্ধ শেষ করার বিষয়ে রাশিয়ার সঙ্গে ট্রাম্পের কোনো আলোচনা হয়েছে, এ দাবি করেননি জেলেনস্কি। তিনি বলেছেন, ‘আমাদের অবস্থানের বিরুদ্ধে যায় এমন কোনো কথা আমি শুনিনি।’
ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের কোটি কোটি ডলার সহায়তা দেওয়া নিয়ে ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনি প্রচারে সমালোচনা করতেন। ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তিনি ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শেষ করবেন। তবে কীভাবে তা করবেন, এ নিয়ে ব্যাখ্যা দেননি ট্রাম্প।
রাশিয়া ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে। ইউক্রেনের আশঙ্কা, চলমান যুদ্ধে মার্কিন সহায়তা বন্ধ হতে পারে অথবা রাশিয়াকে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে বাধ্য করা হতে পারে।
তথ্যসূত্র: বিবিসি অনলাইন