সাগরের তীরে রিও ডি জেনিরোর মিউজিয়াম অফ মডার্ন আর্টে বিশ্বের ২০টি প্রধান অর্থনীতির দেশের নেতাদের শীর্ষ সম্মেলনের আয়োজন চলছে। সোম ও মঙ্গলবার দুদিনের সম্মেলন উপলক্ষে নিরাপত্তা জোরদার করতে সেনা, সাঁজোয়া যান এবং নৌ জাহাজ মোতায়েন করা হয়েছে।
ড্রোন ব্যবহারসহ এয়ার ট্র্যাফিক সীমিত করা হয়েছে এবং কাছাকাছি সান্তোস ডুমন্ট বিমানবন্দরে দুই দিনের জন্য অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে।
বুধবার রাজধানী ব্রাসিলিয়ায় ব্রাজিলের সুপ্রিম কোর্টে একটি ব্যর্থ বোমা হামলার পর কর্তৃপক্ষ নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নিচ্ছে না বলে পুলিশ জানিয়েছে। ওই দিন একজন ডানপন্থী কর্মী ঘরে তৈরি বোমার বিস্ফোরণ ঘটিয়ে আদালতের বাইরে আত্মহত্যা করে।
রয়টার্স জানিয়েছে, সেনারা জাদুঘরের আশেপাশে টহল দিচ্ছে, রাস্তাগুলোতে যানবাহনের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে এবং সাঁজোয়া যানগুলো ভবনের বাইরে পার্ক করা হয়েছে। নৌবাহিনীর জাহাজগুলো জাদুঘর এবং রিওর আইকনিক সুগারলোফ পর্বতের মধ্যবর্তী নৈসর্গিক বোটাফোগো উপসাগরে টহল দিচ্ছে।
পুলিশ জানিয়েছে, তারা বোমার ঝুঁকির জন্য জাদুঘরটিতে চিরুনি তল্লাশি চালিয়েছে এবং শীর্ষ সম্মেলনে যোগ দিতে আসা ৮৪ জন নেতা ও মন্ত্রীর সুরক্ষার জন্য ভবনের চারপাশে স্নাইপারদের অবস্থান করছে।
ফেডারেল পুলিশের পরিচালক আন্দ্রেই রদ্রিগেস বলেছেন, ‘এখানে আসতে যাওয়া বিদেশী কর্তৃপক্ষের মর্যাদা বিবেচনা করে আমরা সম্ভাব্য সর্বোচ্চ স্তরের নিরাপত্তায় কাজ করছি।’