ইসরায়েলি স্থল বাহিনী ছয় সপ্তাহ আগে আগ্রাসন শুরুর পর থেকে এবারই প্রথম লেবাননের গভীরতম স্থানে পৌঁছেছে। অবশ্য হিজবুল্লাহ জঙ্গিদের সাথে ভয়ঙ্কর যুদ্ধের পর তাদের পিছিয়ে আসতে হয়েছে। শনিবার লেবাননের সরকারি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার ভোরে ইসরায়েলি সেনারা ইসরায়েল সীমান্ত থেকে প্রায় তিন মাইল দূরে দক্ষিণ লেবাননের চামা গ্রামের একটি কৌশলগত পাহাড় দখল করে। পরে ইসরায়েলি সেনাদের পরে পাহাড় থেকে পিছিয়ে দেওয়া হয়।
সংস্থাটি আরো জানিয়েছে, ইসরায়েলি সেনারা চামায় শিমন নবীর মাজার এবং বেশ কয়েকটি বাড়ি উড়িয়ে দিয়েছে। তবে দাবিটির যাচাই করা যায়নি।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের সেনারা ‘দক্ষিণ লেবাননে তাদের সীমিত, স্থানীয়কৃত এবং নির্ধারিত লক্ষ্যবস্তু ধ্বংসে অপারেশনাল কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
গত বছরের ৭ অক্টোবরে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে পরের দিন ইসরায়েলি সীমান্তে হামলা শুরু করে লেবাননের হিজবুল্লাহ। সম্প্রতি লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল।