ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবনে দুটি ‘ফ্ল্যাশ বোমা’ হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার ইসরায়েলে উত্তরাঞ্চলের সিজারিয়া শহরে নেতানিয়াহুর বাসভবনে এ হামলার ঘটনায় রোববার ভোরে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল পুলিশ।
রোববার (১৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর বাড়ি লক্ষ্য করে শনিবার দুটি ফ্ল্যাশ বোমা হামলা ঘটনা ঘটেছে। তবে ওই বোমা নেতানিয়াহুর বাড়ির সামনে বাগানে পড়েছে। কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
নিরাপত্তা সংস্থাগুলো একটি যৌথ বিবৃতিতে বলেছে, নেতানিয়াহু এবং তার পরিবার সেই সময়ে বাড়িতে ছিলেন না।
ইসরায়েল পুলিশের প্রধান অপরাধ ইউনিট লাহাভ ৪২২ এবং গোয়েন্দা সংস্থা শিন বেট এ ঘটনার তদন্ত করছে। তারা এ ঘটনাকে ‘প্রধানমন্ত্রীর ওপর হামলা চেষ্টার একটি বিপজ্জনক বৃদ্ধি’ হিসেবে চিহ্নিত করেছে’।
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, তিনি শিন বেট প্রধান রনেন বারের সঙ্গে কথা বলেছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব ঘটনার জন্য দায়ীদের তদন্ত এবং মোকাবেলা করার জরুরি প্রয়োজনের উপর জোর দিয়েছেন।
ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজও। রোববার ভোরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই ঘটনা ‘সমস্ত রেড লাইন’ অতিক্রম করেছে। তিনি নিরাপত্তা ও বিচার বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান।
হামলার ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ইসরায়েলি পুলিশ। তবে গ্রেপ্তারকৃতদের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এর আগে গত ১৯ অক্টোবর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল। ওই হামলার সময়েও নেতানিয়াহু ও তার পরিবারের কেউ বাড়িতে ছিলেন না।
সিজারিয়ায় নেতানিয়াহুর বাসভবনটি ইসরায়েলের হাইফা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে। এখানে হিজবুল্লাহ নিয়মিত হামলা করে। গতকাল শনিবার সকালেও হাইফার একটি উপসনালয়ে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এ হামলায় অন্তত দুইজন আহত হয়েছেন।