যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নতুন প্রশাসনের জ্বালানিমন্ত্রী হিসেবে একটি তেল সংস্থার সিইও ক্রিস রাইটকে মনোনীত করেছেন।
ক্রিস রাইট ‘লিবার্টি এনার্জি’ নামের ডেনভারভিত্তিক একটি তেলক্ষেত্র পরিষেবা সংস্থার প্রতিষ্ঠাতা ও সিইও ক্রিস। তার রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নেই। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার অন্যতম বড় তহবিল যোগানদাতা হিসেবে ট্রাম্পের সঙ্গে সখ্যতা রয়েছে তার।
রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনা বার্তা সংস্থা সিনহুয়া নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, জীবাশ্ম জ্বালানি শিল্প ও জ্বালানির স্বাধীনতাকে উন্নীত করে এমন নীতিগুলোর সমর্থক ক্রিস। তাকে নতুন প্রশাসনে জ্বালানিমন্ত্রী করার কথা গতকাল শনিবার জানিয়েছেন ট্রাম্প।
ট্রাম্পের মতে, তেল-গ্যাসের সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করতে এবং বিদ্যুতের উৎপাদন বাড়ানোর পরিকল্পনাকে এগিয়ে নিতে পারবেন ক্রিস। কারণ কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো জীবাশ্ম জ্বালানির চাহিদা ক্রমেই বাড়ছে।
ক্রিস জলবায়ু পরিবর্তন ও চরম আবহাওয়া ঘটনার মধ্যে যোগসূত্র সমর্থন করেন না। তিনি জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বব্যাপী সহযোগিতার বিষয়ে ট্রাম্পের মতোই বিরোধিতা করেন এবং জলবায়ু কর্মীদের ‘উদ্বেগজনক’ বলেও উল্লেখ করেন। এছাড়া বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলায় ডেমোক্র্যাটদের প্রচেষ্টাকে সোভিয়েত-শৈলীর সাম্যবাদের সঙ্গেও তুলনা করেন তিনি।
নিজের লিংকডইনে পোস্ট করা একটি ভিডিওতে গত বছর ক্রিস বলেছিলেন, ‘জলবায়ু সংকট বলে আদতে কিছু নেই। আর আমরা জ্বালানি ব্যবহারের রূপান্তরের মধ্যেও নেই।’
গত ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন তিনি। তবে তার আগেই ট্রাম্প তার নতুন প্রশাসন গোছানোর কাজ শুরু করেছেন। ইতিমধ্যে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, স্বাস্থ্যসহ আরও বেশ কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রীদের নাম চূড়ান্ত করেছেন তিনি।