চীন ২০২৬ সালের এপেক সম্মেলনের আয়োজন করবে। এ নিয়ে অন্যান্য সদস্য রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে দেশটি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। শনিবার সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
মুখপাত্র বলেন, বাস্তব সহযোগিতার মাধ্যমে আরও ভালো ফলাফল প্রদান করতে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং এর বাইরে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নতুন প্রেরণা দিতেও প্রস্তুত চীন।
মুখপাত্র বলেন, এপেক এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সহযোগিতা ব্যবস্থা।
এশিয়া-প্যাসিফিক সহযোগিতার অগ্রগতির জন্য, চীন ২০২৬ সালে এপেক আয়োজনের প্রস্তাব দিয়ে দায়িত্ব কাঁধে নেওয়ার যে উদ্যোগ নিয়েছে, সে সিদ্ধান্তকে সদস্যরা স্বাগত জানিয়েছে। সদ্য সমাপ্ত এপেক সম্মেলনে অর্থনৈতিক নেতাদের সভায় এ প্রস্তাব অনুমোদন পেয়েছে বলেও জানান তিনি।
এর আগে ২০০১ ও ২০১৪ সালে দু’বার এপেকের আয়োজন করে চীন।