আন্তর্জাতিক

বিমান ভাড়ায় ১ কোটি ২০ লাখ ডলার খরচ করেছিল কমলার শিবির

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট শিবিরের প্রার্থী কমলা হ্যারিসের প্রচারণা দল বেসরকারি বিমান যাতায়াতের জন্য খরচ করেছে ১ কোটি ২০ লাখ ডলার। এর মধ্যে প্রচারের শেষের দিনগুলোতেই খরচ হয়েছে ২৬ লাখ ডলার। নির্বাচন কমিশনে জমা দেওয়া খরচের হিসাবের বরাত দিয়ে নিউইয়র্ক পোস্ট এ তথ্য জানিয়েছে।

নির্বাচন কমিশনে দেওয়া হিসাব অনুযায়ী, পহেলা অক্টোবর থেকে ১৭ অক্টোবরের মধ্যে প্রচারাভিযানটি দক্ষিণ ফ্লোরিডাভিত্তিক কোম্পানি প্রাইভেট জেট সার্ভিসেস গ্রুপকে প্রায় ২২ লাখ ডলার  এবং ভার্জিনিয়াভিত্তিক চার্টার ফ্লাইট ব্রোকার অ্যাডভান্সড এভিয়েশন টিমকে অতিরিক্ত চার লাখ ৩০ হাজার ডলার প্রদান করা হয়েছে।

সমালোচকরা বলেছেন, বাণিজ্যিক ফ্লাইটের চেয়ে ১৪ গুণ বেশি দূষণ ঘটনায় ব্যক্তিগত বা বেসরকারি বিমান। হ্যারিস বিভিন্ন সময় বৈশ্বিক উষ্ণতাকে ‘অস্তিত্ত্বের হুমকি’ বলে বিবৃতি দিয়েছিলেন। অথচ নির্বাচনী প্রচারে তিনি পরিবেশ রক্ষার বিপরীত কাজটিই করেছেন।

ব্যক্তিগত বিমানে যাতায়াত ছাড়াও হ্যারিসের নির্বাচনী শিবির উবার ইটস এবং ডোরড্যাশের মতো খাবার বিতরণ পরিষেবার জন্য ১২ হাজার ৯৭ ডলার, আইসক্রিমের জন্য ১২ হাজার ৮১ ডলার এবং ডেলাওয়্যারের বিলাসবহুল হোটেল ডু পন্টে থাকার ব্যবস্থা ও খাবারের জন্য ৬২ হাজার ৭৭২ ডলার ব্যয় করেছে। অন্যান্য খরচের মধ্যে রয়েছে নিউইয়র্ক সিটির পেবল বারে খাবার ও পানীয়ের জন্য ৯ হাজার ৬০০ ডলার এবং অ্যারিজোনার একটি বোর্ড গেম ক্যাফেতে জায়গা ভাড়ার জন্য ছয় হাজার ডলার ব্যয় করা হয়েছে।