জাতীয় নিরাপত্তার নামে একটি বিতর্কিত বিচারের পর হংকংয়ের আদালত ৪৫ গণতন্ত্রপন্থী নেতাকে বিদ্রোহের জন্য কারাদণ্ড দিয়েছে। মঙ্গলবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে বেনি তাই এবং জোশুয়া ওং রয়েছেন, যাদের বিরুদ্ধে স্থানীয় নির্বাচনের জন্য বিরোধী প্রার্থী বাছাই করার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে। বেনি তাইয়ের ১০ বছর এবং ওয়াংয়ের চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৪৫ জনের মধে তাদের দুজনের দণ্ডই সর্বোচ্চ। অন্যান্যদের দুই বছর বা তারচেয়ে কম মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০১৯ সালে হংকংয়ে গণতন্ত্রপন্থীদের সবচেয়ে বড় বিক্ষোভের পর কঠোর জাতীয় নিরাপত্তা আইন (এনএসএল) প্রণয়ন করে মূল ভূখন্ড চীন। এই আইনের অধীনে গণতন্ত্রপন্থীদের সবচেয়ে বড় বিচার অনুষ্ঠিত হলো।
দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তার মধ্যে রয়েছে বেসরকারিভাবে প্রাথমিক নির্বাচন আয়োজন করা এবং ওই নির্বাচনের জন্য প্রার্থী বাছাই। এর মাধ্যমে তারা হংকং সরকারকে পঙ্গু করে দিতে চেয়েছিল বলেও অভিযোগ করা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র এই রায়কে, ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’ হিসাবে বর্ণনা বলেছে, গণতন্ত্রীদের মুক্তি দেওয়া উচিত কারণ তারা আইনত এবং শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিয়েছিল।
চীনা এবং হংকং সরকার বলেছে, ২০২৯ সালে গণতন্ত্রপন্থী বিক্ষোভের পরে শৃঙ্খলা পুনরুদ্ধার করার জন্য জাতীয় নিরাপত্তা আইনের প্রয়োজনীয় ছিল এবং দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে স্থানীয় আইন অনুসারে আচরণ করা হয়েছে।