জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, পারমাণবিক কর্মসূচি সীমিত করার জন্য ২০১৫ সালের চুক্তিতে নির্ধারিত সীমার চেয়েও ৩২ গুণ বেশি বেড়েছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ। মঙ্গলবার সংস্থাটি একটি গোপন প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তেহরানের পারমাণবিক কর্মসূচিতে লাগাম টানতে ২০১৫ সালে ইরানের সঙ্গে চুক্তি করেছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া এবং জার্মানি। তবে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ২০১৮ সালে চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার গোপন প্রতিবেদনের বরাত দিয়ে মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ২০১৫ সালে চুক্তি স্বাক্ষরের সময় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজদু ছিল ২০২ গ্রাম। অথচ চলতি বছরের ২৬ অক্টোবর পর্যন্ত ইরানের মোট সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ ছিল প্রায় ছয় হাজার ৬০৪ দশমিক ৪০ গ্রাম। আগস্টের শেষ ত্রৈমাসিক প্রতিবেদন থেকে এই মজুদ ৮৫২ দশমিক ৬ কিলোগ্রাম বেশি।