ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা বড় দুটি চুক্তি বাতিল করেছে কেনিয়া।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুতো এ ঘোষণা দেন।
তিনি বলেন, আমাদের তদন্ত সংস্থা ও অংশীদার দেশগুলোর দেওয়া নতুন তথ্যের ভিত্তিতে চুক্তিগুলো বাতিল করা হয়েছে। যদি দুর্নীতির বিষয়ে প্রমাণ পাওয়া যায় সেক্ষেত্রে কঠোর পদক্ষেপ নিতে পিছপা হবেন না বলে উল্লেখ করেন তিনি।
মার্কিন প্রসিকিউটরদের কাছ থেকে আদানি গ্রুপের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তোলার পর এ ঘোষণা এলো।
কেনিয়ার প্রধান বিমানবন্দরে ১৮৫ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছিল আদানি গ্রুপ। বিমানবন্দর প্রকল্পের অধীনে নতুন রানওয়ে এবং জোমো কেনিয়াট্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে উন্নত যাত্রী টার্মিনাল নির্মাণের পরিকল্পনাও ছিল। চুক্তি অনুযায়ী, তারা সেটি ৩০ বছর পরিচালনা করার কথা ছিল।
রয়টার্সের প্রতিবেদনের একাংশের স্ক্রিনশট
এছাড়া বিদ্যুৎ সরবরাহ লাইন স্থাপনে দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে ৭৩ কোটি ৬০ লাখ ডলারের একটি চুক্তিও ছিল আদানি গ্রুপের।
সূত্র: রয়টার্স, আল জাজিরা