ইরান তার বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে ২৯ নভেম্বর জেনেভায় তিন ইউরোপীয় শক্তির সঙ্গে আলোচনা করার পরিকল্পনা করছে। জাপানের বার্তা সংস্থা কিয়োডোর বরাত দিয়ে রবিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা তেহরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাস করার কয়েকদিন পর ইরানের এই উদ্যোগের খবর বের হল।
কিয়োডো জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জানুয়ারিতে অভিষেকের আগে পারমাণবিক অচলাবস্থার সমাধান খুঁজছে।
একজন সিনিয়র ইরানি কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, আগামী শুক্রবার বৈঠকটি শুরু হবে।
তিনি বলেছেন, ‘তেহরান সবসময় বিশ্বাস করে যে কূটনীতির মাধ্যমে পারমাণবিক সমস্যা সমাধান করা উচিত। ইরান কখনই আলোচনা থেকে বেরিয়ে আসেনি।’
তেহরানের পারমাণবিক কর্মসূচিতে লাগাম টানতে ২০১৫ সালে ইরানের সঙ্গে চুক্তি করেছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া এবং জার্মানি। তবে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ২০১৮ সালে চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। সম্প্রতি জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, পারমাণবিক কর্মসূচি সীমিত করার জন্য ২০১৫ সালের চুক্তিতে নির্ধারিত সীমার চেয়েও ৩২ গুণ বেশি বেড়েছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ।