ইসরায়েলের বিমান বাহিনী লেবাননের রাজধানী বৈরুতে বড় আকারে হামলা চালিয়েছে। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ইস্যুতে বেঞ্জামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার বৈঠক করার কয়েক ঘন্টা আগে মঙ্গলবার এই হামলা চালানো হয়েছে।
ইসরায়েলের বিমান বাহিনী বলেছে, তারা ‘এখন বৈরুত এলাকায় হিজবুল্লাহর সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে ব্যাপকভাবে হামলা চালাচ্ছে।’
এর আগে ইসরায়েলের আরবি ভাষার সামরিক মুখপাত্র বৈরুতের ২০টি এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার জারি করেছিলেন।
লেবাননের সংবাদমাধ্যম আল মায়াদিন বলেছে, এই উচ্ছেদ নোটিস ‘এলাকার জন্য একটি অভূতপূর্ব মাত্রার সতর্কতা, যা বেসামরিক জনগোষ্ঠীকে উপড়ে ফেলার একটি ইচ্ছাকৃত প্রচেষ্টাকে প্রতিফলিত করে।’
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, বৈরুতের একটি ভবনে ইসরায়েলি হামলায় সাতজন নিহত হয়েছে।
লেবাননের সরকারি সংস্থা বলেছে, ‘বৈরুতের নুইরি এলাকায় ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত মানুষের আবাসস্থল চারতলা ভবন বিধ্বস্ত হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, একটি ঘনবসতিপূর্ণ এলাকায় হামলায় সাতজন নিহত এবং ৩৭ জন আহত হয়েছে।