যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে বৈঠকের জন্য আলোচনা শুরু করেছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
দলের অনেকেই এখন আশা করছেন আলোচনায় বসার জন্য সরাসরি প্রস্তাব দিতে পারেন ট্রাম্প। এর মাধ্যমে উত্তর কোরিয়ার নেতার মন হয়তো গলাতে পারবেন ট্রাম্প। বর্তমানে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে উত্তজেনাপূর্ণ সম্পর্ক থাকলেও ট্রাম্পের প্রথম মেয়াদে উনের সঙ্গে তিন দফা বৈঠক হয়েছিল। তবে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বন্ধে ওই বৈঠকগুলো থেকে আশাপ্রদ ফল আসেনি।
ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পরে উন কতটা সাড়া দেবেন তা এখনও স্পষ্ট নয়।
তবে কিম গত সপ্তাহে পিয়ংইয়ংয়ের একটি সামরিক প্রদর্শনীতে বক্তৃতায় বলেছিলেন, “আমরা এরইমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার জন্য যতটা সম্ভব এগিয়েছি।”
সূত্র জানিয়েছে, ট্রাম্পের প্রাথমিক লক্ষ্য হবে মৌলিক যোগাযোগ পুনঃস্থাপন করা। কিন্তু পরবর্তী লক্ষ্য বা একটি সুনির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করা হয়নি। অবশ্য ট্রাম্প শপথ নেওয়ার পরে ইস্যুটি মধ্যপ্রাচ্য এবং ইউক্রেনের বৈদেশিক নীতির কারণে আরো পিছিয়ে যেতে পারে।
প্রথম মেয়াদ শেষ হওয়ার আগে ট্রাম্প এবং তার কিছু মিত্রের ধারণা ছিল, উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি আলাপ পিয়ংইয়ংকে তার পারমাণবিক কর্মসূচি সীমিত করার ক্ষেত্রে নমনীয় করবে। শুক্রবার ট্রাম্প উত্তর কোরিয়ার ওপর সেই প্রাথমিক কৌশলটি বাস্তবায়নকারী ব্যক্তিদের মধ্যে অন্যতম স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা অ্যালেক্স ওয়াংকে তার উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে মনোনয়নের ঘোষণা দিয়েছেন।