আন্তর্জাতিক

ভারী তুষারপাতে বিপর্যস্ত দক্ষিণ কোরিয়া, নিহত ৫ 

দক্ষিণ কোরিয়ায় ভারী তুষারপাতে আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ব্যাপক তুষারপাতের কারণে দেশটির রাজধানীতে কয়েক ডজন ফ্লাইট বাতিল ও ফেরি চলাচল স্থগিত করা হয়েছে। এছাড়া তুষারপাত সম্পর্কিত দুর্ঘটনায় কমপক্ষে পাঁচজন মারা গেছে। খবর রয়টার্সের।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, ১৯০৭ সালে তুষারপাতের তথ্য সংরক্ষণ শুরু হওয়ার পর থেকে রাজধানী সিউলে এটি তৃতীয়-প্রবলতম তুষারপাত। 

তীব্র ঠাণ্ডায় কিছুটা আরামবোধ করতে সিউলের অন্যতম বড় নামদাইমুন বাজারে স্যুপ খাচ্ছিলেন ৭৩ বছর বয়সী লি সুক-জা। তিনি বলেন, “আজ প্রচুর তুষারপাত হচ্ছে। তবে এক কাপ গরম মাছের স্যুপ শরীর গরম করতে সাহায্য করছে।”

বৃহস্পতিবার সকাল নাগাদ সিউলের কিছু এলাকায় ৪০ সেন্টিমিটারেরও (১৬ ইঞ্চি) বেশি তুষার জমা হয়েছে। বিমান চলাচল কর্তৃপক্ষ ১৪০টিরও বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে। যদিও দেশটির আবহাওয়া কর্মকর্তারা পরবর্তীতে শহরের মেট্রোপলিটন এলাকা থেকে ভারী তুষারপাতের সতর্কতা তুলে নিয়েছে।

ইয়োনহাপ বুধবার থেকে সিউল সংলগ্ন গিয়াংগি প্রদেশে কমপক্ষে পাঁচটি তুষারপাত-সম্পর্কিত মৃত্যুর খবর দিয়েছে। বরফের ভারে কাঠামো ভেঙে পড়ে চারজন এবং বরফের রাস্তায় বাস ছিটকে যাওয়ার ঘটনায় একজন নিহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধ্যায় গ্যাংওয়ান প্রদেশের কেন্দ্রীয় শহর ওনজুতে একটি মহাসড়কে তুষারপাতের কারণে গাড়িরজট লেগে যাওয়ায় অন্তত ৫৩টি গাড়ির সংঘর্ষের ঘটনায় ১১ জন আহত হয়েছেন।

ভারী তুষারপাতে সিউলের প্রধান বিমানবন্দর ইনচিওন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানযাত্রীদের গড়ে দুই ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে। বিমান ট্রাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডারের তথ্য বলছে, বৃহস্পতিবার ইনচিওন বিমানবন্দরে ৩১ শতাংশ ফ্লাইট বিলম্বিত এবং ১৬ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে। 

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ১৪২টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং ৭৬টি ফেরি রুট স্থগিত করা হয়েছে। কিছু সংবামাধ্যম ট্রেনের শিডিউলেও ব্যাঘাত ঘটার খবর দিয়েছে।

বৃহস্পতিবার দুপুরের নাগাদ গিয়াংগি প্রদেশে কিন্ডারগার্টেনসহ প্রায় ১ হাজার ২৮৫টি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছেন।

আবহাওয়াবিদরা নভেম্বর মাসে এই অস্বাভাবিক ভারী তুষারপাতের জন্য কোরিয়ান উপদ্বীপের পশ্চিমে সমুদ্রে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রাকে দায়ী করেছেন।

দক্ষিণ কোরিয়ার প্রতিবেশী উত্তর কোরিয়াতেও মঙ্গলবার ও বুধবার কিছু এলাকায় ১০ সেন্টিমিটারের (৪ ইঞ্চি) বেশি তুষারপাত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল টেলিভিশন এ তথ্য জানিয়েছে।