আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় সামরিক শাসন জারি

দক্ষিণ কোরিয়ায় সামরিক শাসন জারি করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইওল টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ভাষণে এ ঘোষণা দিয়েছেন।

ইউন জানিয়েছেন, স্বাধীন ও সাংবিধানিক শৃঙ্খলা রক্ষার জন্য এই ধরনের পদক্ষেপ নেওয়া ছাড়া তার কোনো বিকল্প নেই। বিরোধী দলগুলো দেশকে সংকটের মধ্যে ফেলে দেওয়ার জন্য সংসদীয় প্রক্রিয়াকে জিম্মি করেছে।

তিনি বলেছেন, ‘আমি উত্তর কোরিয়ার কমিউনিস্ট শক্তির হুমকি থেকে মুক্ত কোরিয়া প্রজাতন্ত্রকে রক্ষা করতে, আমাদের জনগণের স্বাধীনতা ও সুখ লুণ্ঠনকারী ঘৃণ্য উত্তর কোরিয়াপন্থী রাষ্ট্রবিরোধী শক্তিগুলোকে নির্মূল করতে এবং স্বাধীন সাংবিধানিক সুরক্ষার জন্য সামরিক আইন ঘোষণা করছি।’

সরকারি শাসন ব্যবস্থা এবং গণতন্ত্র সুরক্ষায় সুনির্দিষ্ট কী ব্যবস্থা নেওয়া হবে তা ভাষণে বলেননি ইউন।