ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টারা প্রকাশ্যে এবং ব্যক্তিগতভাবে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে কিছু প্রস্তাব নিয়ে আলোচনা করছেন। এসব প্রস্তাব অনুযায়ী, অদূর ভবিষ্যতে ইউক্রেনের বৃহৎ অংশ রাশিয়ার হাতে তুলে দেওয়া হবে। বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ট্রাম্পের রাশিয়া-ইউক্রেন দূত অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট-জেনারেল কিথ কেলগসহ তিনজন প্রধান উপদেষ্টার প্রস্তাবে দেখা গেছে, ইউক্রেনের জন্য ন্যাটো সদস্যপদের বিষয়টি আলোচনার টেবিলের বাইরে রাখা হয়েছে।
ট্রাম্পের উপদেষ্টারা মস্কো এবং কিয়েভকে আলোচনায় বাধ্য করার চেষ্টা করবেন। তাদের সম্ভাব্য হুমকির মধ্যে রয়েছে কিয়েভকে সামরিক সহায়তা বন্ধ করা। তবে রুশ প্রেসিডেন্ট পুতিন আলোচনা করতে রাজি না হলে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার ব্যাপারে আশ্বাস দেওয়া হবে।
ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় বারবার প্রতিশ্রুতি দিয়েছিলেন, ২০ জানুয়ারি অভিষেকের ২৪ ঘন্টার মধ্যে প্রায় তিন বছরের পুরনো সংঘাতের অবসান ঘটাবেন তিনি। তবে কীভাবে কাজটি করবেন সে বিষয়ে তিনি কিছু জানাননি। বিশ্লেষক এবং প্রাক্তন জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা সংঘাতের জটিলতার কারণে ট্রাম্প এমন একটি প্রতিশ্রুতি পূরণ করতে পারবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।