আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৪৭ জন

লেবাননে ইসরায়েলি হামলায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত চার হাজার ৪৭ জন নিহত এবং ১৬ হাজার জন আহত হয়েছে। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ বুধবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, নিহতদের মধ্যে ৩১৬ শিশু ও ৭৯০ জন নারী রয়েছে।

আবিয়াদ আরো জানান, লেবাননের হাসপাতালগুলোতে ৬৭ বার হামলা চালিয়েছে ইসরায়েল। ৪০টি হাসপাতালকে সরাসরি লক্ষ্যবস্তু করা হয়েছে এবং সাতটি হাসপাতাল বন্ধ করতে বাধ্য করা হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরায়েল। গাজার যোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে ওই দিন থেকেই ইসরায়েল সীমান্তে হামলা শুরু করে হিজবুল্লাহ। 

ইসরায়েল গত সেপ্টেম্বরে হিজবুল্লাহর ওপর হামলা জোরদার করে। লেবাননের রাজধানী বৈরুতসহ সীমান্ত এলাকায় ব্যাপক হামলা শুরু করে তারা।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্স ২৭ নভেম্বর ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে কয়েক বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক সংঘর্ষের অবসানের আশায়  যুদ্ধবিরতির মধ্যস্থতা করে। তবে সম্প্রতি উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ তুলেছে।