দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল তার নিজের দলের নেতা হান ডং-হুনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন। মঙ্গলবার রাতে সামরিক আইন জারি করার সময় তিনি এ নির্দেশ দিয়েছিলেন বলে শুক্রবার জানিয়েছে বিবিসি।
ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের ডেপুটি ডিরেক্টর জানিয়েছেন, গ্রেপ্তার তালিকায় প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির নেতা লি জায়ে-মিউং-এর পাশাপাশি তিনজন বিরোধী আইনপ্রণেতাও রয়েছেন।
হং জ্যাং-ওন বলেছেন, প্রেসিডেন্ট “তাদের গ্রেপ্তার এবং নিশ্চিহ্ন করার এই সুযোগটি ব্যবহার করার চেষ্টা করেছিলেন।”
সামরিক আইন জারির প্রতিক্রিয়ায় শুক্রবার দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক দলগুলো জরুরি সভা করার সময় এই বিষয়টি প্রকাশ করা হয়। এমপিরা ইউনকে অভিশংসনের জন্য একটি প্রস্তাবের ওপর ভোটের পরিকল্পনা করছেন। শনিবারের জন্য নির্ধারিত প্রস্তাবটি পাস হবে যদি দুই-তৃতীয়াংশ সংসদ সদস্য এতে ভোট দেয়।
৩০০ আসনের পার্লামেন্টে বিরোধীদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তবে অভিশংসন প্রস্তাব পাসের জন্য প্রয়োজনীয় ২০০ ভোট নিশ্চিত করতে কমপক্ষে ক্ষমতাসীন দলের আট জন এমপির সমর্থন প্রয়োজন।
প্রেসিডেন্ট ইউনের ক্ষমতাসীন দল পিপল পাওয়ার পার্টির (পিপিপি) প্রধান হান ডং-হুন সপ্তাহের শুরুতে জানিয়েছিলেন, তার দল বিরোধীদের অভিশংসন প্রস্তাবকে সমর্থন করবে না। তবে শুক্রবার তিনি ঘোষণা দিয়েছেন, “বিশ্বাসযোগ্য প্রমাণ” রয়েছে যে ইউন মঙ্গলবার “রাষ্ট্রবিরোধী অভিযোগে” দলের প্রধান রাজনীতিবিদদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন।