আন্তর্জাতিক

এবার বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার হস্তক্ষেপ চাইলো ইসকন

ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস এবার বাংলাদেশে হিন্দুদের ওপর নৃশংসতা চলছে দাবি করে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের হস্তক্ষেপ চেয়েছেন। মঙ্গলবার এক টুইটে তিনি এ হস্তক্ষেপ কামনা করেছেন বলে জানিয়েছে টেলিগ্রাফ ইন্ডিয়া।

ইসকনের মুখপাত্র এক্স-এ লিখেছেন, “জাগো, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল, অন্তত আজ জাগো- মানবাধিকার দিবসে। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে আপনাদের নীরবতা এবং অন্ধ দৃষ্টি অন্ত্যন্ত দুঃখজনক এবং হৃদয়বিদারক।”

রাধারমন দাস দাবি করেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো দেশের সংসদ সদস্যরা বাংলাদেশে নৃশংসতার বিরুদ্ধে কথা বলেছেন, তবে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচসিআর) এখনো সে দেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে প্রতিক্রিয়া জানায়নি। .

বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু এবং ইসকনকে কথিতভাবে হুমকি দেওয়ার একটি একটি ভিডিও পোস্ট করে দাস বলেছেন, “বাংলাদেশি সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার এই উন্মুক্ত আহ্বান শুনুন এবং জেগে উঠুন।”

অবশ্য ভারতীয় সংবাদমাধ্যশ পিটিআই স্বাধীনভাবে ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি।

প্রসঙ্গত, এর আগে রাধারমন দাস বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের দাবি তুলেছিলেন।