আন্তর্জাতিক

ফিলিস্তিনকে সমর্থন দেওয়ায় আয়ারল্যান্ডে দূতাবাস বন্ধের ঘোষণা ইসরায়েলের

ইসরায়েল আয়ারল্যান্ডে তার দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে। গত সপ্তাহে ইসরায়েলকে ‘গণহত্যাকারী’ হিসেবে অভিযুক্ত করে আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকার দায়ের করা পিটিশনকে সমর্থন করায় এ পদক্ষেপ নিয়েছে তেল আবিব। রবিবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সা’র জানিয়েছেন, এটি আইরিশ সরকারের ‘চরম ইসরায়েলবিরোধী নীতির’ মাধ্যে প্ররোচিত হয়েছে।

আইরিশ প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস এক্স-এ বলেছেন, “এটি নেতানিয়াহু সরকারের অত্যন্ত দুঃখজনক সিদ্ধান্ত। আয়ারল্যান্ড যে ইসরায়েল বিরোধী তা আমি পুরোপুরি প্রত্যাখ্যান করি। আয়ারল্যান্ড শান্তির পক্ষে, মানবাধিকারের পক্ষে এবং আন্তর্জাতিক আইনের পক্ষে।”

তিনি লিখেছেন, “আয়ারল্যান্ড চায় দ্বি-রাষ্ট্রীয় সমাধান এবং ইসরায়েল ও ফিলিস্তিন যেন শান্তি ও নিরাপত্তায় বসবাস করতে পারে। আয়ারল্যান্ড সবসময় মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের পক্ষে কথা বলবে।”

সা’র বলেছেন, “উল্লেখ্য যে অতীতে, ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার আয়ারল্যান্ডের একতরফা সিদ্ধান্তের পরে ডাবলিনে ইসরায়েলের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করা হয়েছিল।”