রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে উত্তর কোরিয়ার ‘কয়েক শতাধিক’ সেনা হতাহত হয়েছে। বুধবার এক জন সিনিয়র মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
পিয়ংইয়ং রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টাকে শক্তিশালী করার জন্য হাজার হাজার সেনা পাঠিয়েছে। এই সেনাদের বড় একটি অংশ কুরস্ক সীমান্ত অঞ্চলে লড়াই করছে।
নাম প্রকাশ না করার শর্তে উত্তর কোরিয়ার এক কর্মকর্তা বলেন, “ডিপিআরকে (উত্তর কোরিয়ার সরকারি নাম) যে ক্ষয়ক্ষতি হয়েছে তাতে দেখা গেছে, কয়েক শতাধিক হতাহত হয়েছে।”
তিনি বলেন, “এদের মধ্যে... হালকা ক্ষত থেকে শুরু করে কেআইএ (সরাসরি গুলিতে নিহত) পর্যন্ত সবকিছুই অন্তর্ভুক্ত রয়েছে। হতাহতদের মধ্যে ‘সব পদের সেনারা’ রয়েছে বলেও জানান তিনি।
গত মাসে কিয়েভ জানিয়েছিল, গত আগস্টের শুরুর দিকে কুরস্কের ওব্লাস্টে যুদ্ধরত ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য উত্তর কোরিয়ার ১০ হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া।