আন্তর্জাতিক

রুশ জেনারেলকে হত্যার ঘটনায় উজবেকিস্তানের নাগরিক আটক

মস্কোতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভকে হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে ২৯ বছর বয়সী উজবেকিস্তানের এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

রাশিয়ার নিরাপত্তা সংস্থার বরাতে বুধবার (১৮ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

রাশিয়ার নিরাপত্তা সংস্থা জানিয়েছে, ২৯ বছর বয়সী উজবেক যুবক ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার দ্বারা নিয়োগপ্রাপ্ত ছিলেন। ইগর কিরিলোভকে হত্যার বিনিময়ে ১ লাখ ডলার এবং ইউরোপে বসবাসের অনুমতি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

গতকাল মঙ্গলবার ভোরে মস্কোতে নিজ বাসভবনের সামনে এক বিস্ফোরণে রাশিয়ার বিকিরণ, জৈবিক ও রাসায়নিক সুরক্ষা বাহিনীর প্রধান ইগর কিরিলোভ নিহত হন। একটি স্কুটারের ভেতরে বিস্ফোরক লুকানো ছিল। দূরনিয়ন্ত্রণযন্ত্রের সাহায্যে সেটির বিস্ফোরণ ঘটানো হয়।

বিবিসি জানিয়েছে, ইউক্রেনের নিরাপত্তা সংস্থা ইতিমধ্যে ইগর কিরিলোভকে হত্যার দায় স্বীকার করেছে।

ইউক্রেনের একটি সূত্র গতকাল বিবিসিকে বলেছে, ইউক্রেনের নিরাপত্তা সংস্থার পরিকল্পনায় এ হত্যাকাণ্ড চালানো হয়েছে।

ইউক্রেনে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের দায়ে গত সোমবার ইগর কিরিলোভকে অভিযুক্ত করে কিয়েভের প্রসিকিউটররা। যদিও রুশ কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করে আসছে। আর এর একদিন পরই কিরিলোভকে হত্যার ঘটনা ঘটে। 

ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর সূত্র বলেছে, “রাশিয়ার বিকিরণ, জৈবিক ও রাসায়নিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভকে হত্যা ইউক্রেনের এসবিইউ সিকিউরিটি সার্ভিস-এর একটি বিশেষ অভিযান।”