আন্তর্জাতিক

ইউক্রেনে আরো ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর অঙ্গীকার পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আরো ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর অঙ্গীকার করেছেন। শনিবার মধ্য রাশিয়ার কাজান শহরে ইউক্রেনের ড্রোন হামলার প্রতিশোধ হিসেবে এ ধ্বংসযজ্ঞ চালানো হবে বলে রোববার তিনি জানিয়েছেন।

শনিবার কাজান শহরে ড্রোন হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। কয়েকটি একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ব্লকে আঘাত হেনেছিল। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুতিন রোববার টেলিভিশনে প্রচারিত সরকারি বৈঠকে বলেন, “যারা হামলা চালিয়েছে এবং যতই ধ্বংস করার চেষ্টা করুক না কেন, তারা নিজেরাই বহুগুণ বেশি ধ্বংসের মুখোমুখি হবে এবং আমাদের দেশে তারা যা করার চেষ্টা করছে তার জন্য অনুতপ্ত হবে।”

পুতিন ভিডিও লিঙ্কের মাধ্যমে একটি রাস্তা-উদ্বোধন অনুষ্ঠানে কাজান যে অঞ্চলে অবস্থিত সেই তাতারস্তানের স্থানীয় নেতাদের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন।

পুতিন এর আগে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের হামলার জবাবে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে কিয়েভে হামলার হুমকি দিয়েছিলেন। রাশিয়া ইউক্রেনকে লক্ষ্য করে কয়েকটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। সম্প্রতি কেন্দ্রকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছেন। পশ্চিমা সরবরাহকৃত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ ভূখণ্ডে আঘাত হানার প্রতিশোধ নিতে সম্প্রতি ইউক্রেনের জ্বালানি সুবিধাগুলোতে রাশিয়া আক্রমণ চালিয়ে যাচ্ছে।