দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরের রানওয়েতে একটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৭৪ জনে দাঁড়িয়েছে।
দুর্ঘটনার ৯ ঘণ্টা পেরিয়ে গেলেও অগ্নিবিধ্বস্ত বিমানটি থেকে এ পর্যন্ত দুজনকে উদ্ধার করতে পেরেছেন উদ্ধারকর্মীরা। বাকিরা এখনো নিখোঁজ রয়েছেন। ফলে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সময় রবিবার সকাল ৯টা ৩ মিনিটে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পরিবহন মন্ত্রণালয়।
রাজধানী সিউল থেকে প্রায় ২৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত মুয়ান শহরের বিমানবন্দরে ১৮১ জন আরোহী নিয়ে অবতরণ করছিল জেজু এয়ারের ফ্লাইটটি। ওই সময় রানওয়ে থেকে পিছলে ছিটকে গিয়ে কংক্রিটের দেয়ালে ধাক্কা মারলে বিমানটিতে আগুন ধরে যায়।
দেশটির জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে ৩২টি ফায়ার ট্রাক ও বেশ কয়েকটি হেলিকপ্টার মোতায়েন করা হয়। প্রায় ১ হাজার ৫৬০ জন দমকলকর্মী, পুলিশ ও সেনা সদস্য উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন।
নিহতদের মধ্যে ৮৩ জন নারী, ৮০ জন পুরুষ। আগুনে পুড়ে যাওয়ায় ১১ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এমনকি এখন পর্যন্ত বিমানটির আরোহীদের ব্যাপারে বিস্তারিত জানতে পারেনি বলে জানিয়েছে অগ্নিনির্বাপণ সংস্থা।