আন্তর্জাতিক

ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেসের ৬ শহর

ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের শিল্প, বাণিজ্য ও আর্থিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান কেন্দ্র লস অ্যাঞ্জেলেস। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটের দিকে লস অ্যাঞ্জেলেসের অভিজাত প্যালিসেড এলাকায় এই দাবানল সৃষ্টি হয়। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিবিসির খবরে বলা হয়েছে, দ্রুত ছড়িয়ে পড়তে থাকা দাবানল লস অ্যাঞ্জেলেসের অন্যান্য শহরেও দ্রুত ছড়িয়ে পড়ছে। ভয়াবহ এই দাবানলে ৬টি শহর পুড়ছে। 

প্যালিসেড: স্থানীয় সময় সকালের শেষভাগে প্যাসিফিক প্যালিসেডে আগুনের সূত্রপাত ঘটে। এরইমধ্যে ১৬০০ একর জমি আগুনে পুড়ে গেছে।

ইটন: লস অ্যাঞ্জেলেসের উত্তরাঞ্চল ইটনও আগুনে জ্বলছে। লস অ্যাঞ্জেলেসের ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, ইটনের আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। দাবানলে ইতিমধ্যে ১০ হাজার ৬০০ একর জমি ধ্বংস করেছে। ইটন থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

হার্স্ট: সান ফার্নান্দোর উত্তর দিকে অবস্থিত এ শহরটিও মঙ্গলবার রাত থেকে দাবানলে পুড়ছে। এখানে আগুন বৃদ্ধি পেয়ে ৭০০ একরে পৌঁছেছে।

উডলি: স্থানীয় সময় বুধবার সকালে এই শহরটিতে দাবানল ছড়িয়ে পড়ে। এটিই একমাত্র আগুন যা সারা দিন ধরে আকারে হ্রাস পেয়েছে।

অলিভাস: লস অ্যাঞ্জেলেসের উত্তর-পশ্চিমে অবস্থিত ভেনচুরা কাউন্টিতেও দাবানল ছড়িয়ে পড়েছে। বর্তমানে প্রায় ১১ একর জমি পুড়িয়ে দিচ্ছে।

হলিউড হিলস: রানিয়ন ক্যানিয়নের কাছে হলিউড হিলস-এ স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় দাবানল ছড়িয়ে পড়েছে। এক ঘন্টারও কম সময়ের মধ্যে এখানে প্রায় ২০ একর জমিতে আগুন ছড়িয়ে পড়ে।

লস অ্যাঞ্জেলেসের ফায়ার ডিপার্টমেন্ট বলছে, বাতাসের বেগ বেশি হওয়ায় আগুন দ্রুত ছড়াচ্ছে। কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। পানি স্বল্পতায় আরও কঠিন হয়ে পড়েছে কাজ।

আগুন নিয়ন্ত্রণে ১,৭৯২ জন অগ্নিনির্বাপক কর্মী নিযুক্ত আছেন। ফায়ার ডিপার্টমেন্টের প্রধান ক্রাউলি বলেছেন, তারা অতিরিক্ত অগ্নিনির্বাপক কর্মীদের ডেকেছেন।