রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক সরকারের বিমান হামলায় ৪০ জন মানুষ নিহত হয়েছে। শনিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
বেসামরিক ছায়া সরকার এবং রাখাইনে অবস্থিত একটি জাতিগত মিলিশিয়া বাহিনী আরাকান আর্মিও জানিয়েছে, হামলায় কয়েক ডজন লোক নিহত হয়েছে।
শুক্রবার রাতে জাতীয় ঐক্য সরকারের বিবৃতি এবং জাতিসংঘের একটি প্রতিবেদন অনুসারে, বুধবার বিকেলে জান্তা ইয়ানবাই শহরের কিয়াউক নি মাও গ্রামে আঘাত হানে। হামলায় প্রায় ৫০০টি বাড়ি ধ্বংস হয় এবং ৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়।
রয়টার্স তাৎক্ষণিকভাবে প্রতিবেদনগুলো যাচাই করতে পারেনি। সেনাবাহিনীর একজন মুখপাত্র মন্তব্য জানতে ফোন কলের জবাব দেননি।
জান্তা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে যে তারা ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে লড়াই করছে।
আরাকান আর্মি ২৬ জন মুসলিম গ্রামবাসীর নাম প্রকাশ করেছে যারা হামলায় নিহত হয়েছে। এছাড়া আরো ১২ জন আহত হয়েছে।
২০২১ সালে নোবেল বিজয়ী অং সান সু চির নির্বাচিত সরকারকে সেনাবাহিনী উৎখাত করার পর থেকে মিয়ানমার অস্থিরতার মধ্যে রয়েছে, যার ফলে ব্যাপক বিক্ষোভ শুরু হয় এবং একাধিক ফ্রন্টে ব্যাপক সশস্ত্র বিদ্রোহে রূপ নেয়।