সীমান্ত উত্তেজনা নিয়ে এবার ভয়ংকর অভিযোগ করলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য শোভন দেব চট্টোপাধ্যায়। কয়েক দিন ধরে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অপ্রীতিকর ঘটনার খবর আসছে। দুই পক্ষ পাল্টাপাল্টি যুক্তি খণ্ডনের প্রবণতার মধ্যেই মমতার মন্ত্রী শোভন দেব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দিকে এমন এক তীর ছুড়লেন, যা রীতিমতো আজগুবিই মনে হবে।
শনিবার (১১ জানুয়ারি) কলকাতা পৌরসভার এক অনুষ্ঠানে এসে বর্ষীয়ান তৃণমূল নেতা ও মন্ত্রী শোভন দেব তথ্য-প্রমাণ ছাড়াই এই অভিযোগ খাড়া করেছেন। এখানে শেষ নয়, তিনি আগ বাড়িয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনাও করেছেন। তিনি বলেছেন, “বাংলাদেশের বর্তমান সরকার পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে।”
শোভন দেব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দিকে আঙুল তুলেছেন। অন্তর্বর্তী সরকার বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে নানা সমস্যার মধ্যে পড়েছে বলে মন্তব্য করে শোভন দেব বলেন, “ইউনুস সরকার নিজেই একটা ভালো জায়গায় নেই। তারা তাদের দেশের মানুষের আস্থা হারাচ্ছে। তাদের অনাস্থার মুখ ঘোরানোর জন্য তারা উগ্রপন্থিদের দিয়ে উস্কানি ছড়ানোর চেষ্টা করছে।”
মমতার মন্ত্রী শোভন দেব যখন এমন অভিযোগ সামনে এনেছেন, তখন সীমান্তে উত্তেজনার জন্য ভারতের সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতাই সবার আগে সামনে আগে। সীমান্তে মাটি খুঁড়ে রীতিমতো বাঙ্কার বানিয়ে অবস্থান নিতে দেখা যাচ্ছে বিএসএফকে। কোথাও আবার নিজেরা সরে গিয়ে গ্রামবাসীদের এগিয়ে দিয়ে নির্মাণ করছে কাঁটাতারের বেড়া। বিজিবির ক্ষেত্রেও সীমন্তে সতর্ক অবস্থান চোখে পড়ছে।
চাপাইনবাবগঞ্জ, ঝিনাইদহ, পাটগ্রাম ও হবিগঞ্জ সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে অসন্তোষের খবর আসছে। ঝিনাইদহের কোদলা নদী সীমান্তের পাঁচ কিলোমিটার উদ্ধারের দাবি করেছে বিজিবি। তা নিয়ে বিএসএফের পক্ষ থেকে বিবৃতিতে এসেছে, তাতে বলা হয়েছে; কোলদা নদী সীমান্ত আগে যেমন ছিল; তেমনই আছে।
এসব বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শোভন দেব বলছেন, “আমাদের সীমায় যদি আমরা কাঁটা তারের বেড়া দিই তাহলে তাদের কী? আমরা তো তাদের জমিতে গিয়ে কিছু করছি না। সাম্প্রতিক বাংলাদেশের ঘটনায় কিছু কিছু দেশের ইন্ধন আছে বলে আমার মনে হয়।”
শোভন দেবের দাবি, “বাংলাদেশের ঘটনায় ভারত সরকারকে আরো পজিটিভ পদক্ষেপ নেওয়া উচিত। একেবারে নীরবতা পালন করে ভারতবর্ষের সরকার দেশের মানুষের মনের মধ্যে একটা আঘাত হানছে। বিশেষ করে বাংলার মানুষের মনে একটা আঘাত আসছে।”
এইটুকু বলেই শেষ করেননি শোভন দেব। বাংলাদেশ পরিস্থিতি ও সীমান্ত উত্তেজনার বিষয়টি সোজা জাতিসংঘে তোলার দাবি করেছেন মমতার এই কৃষিমন্ত্রী। তার বক্তব্য, “কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটা অ্যাকশন থাকা উচিত; তার জন্য রাষ্ট্রপুঞ্জ (জাতিসংঘ) আছে। যেখনে যাওয়ার সুযোগ আছে।”
শোভন দেবের অভিযোগ, “আসলে বাংলাদেশের বর্তমান সরকার একটা অস্তিত্ব সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। তাই তারা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য এই ধরেন রাস্তা বেছে নিচ্ছে। তাদের দেশে খাওয়া-দাওয়াসহ যাবতীয় বিষয়ের একটা ক্রাইসিস চলছে। তাই তাদের দেশের মানুষকে এই সংকট পরিস্থিতি থেকে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য এই সমস্ত কাজ করছে তারা।”