রাশিয়ার কুরস্ক অঞ্চল থেকে উত্তর কোরিয়ার দুই সেনাকে আটক করেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার এ তথ্য জানিয়েছেন।
গত শরতে পিয়ংইয়ং-এর সেনা যুদ্ধে অংশগ্রহণের পর প্রথমবারের মতো ইউক্রেন উত্তর কোরিয়ার সেনাদের জীবিত আটকের ঘোষণা দিলো।
কিয়েভ এবং তার পশ্চিমা মিত্রদের মতে, উত্তর কোরিয়ার নিয়মিত সেনারা অক্টোবরে রাশিয়ার পক্ষে যুদ্ধে অংশ নেওয়া শুরু করেছিল। এদের সংখ্যা প্রাথমিকভাবে ১০ হাজার বা তার বেশি বলে অনুমান করা হয়েছিল।
এক্স-এ এক পোস্টে জেলেনস্কি জানিয়েছেন, সেনাদের কিয়েভে আনা হয়েছে এবং তারা দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ করছেন।
জেলেনস্কি বলেছের, “সব যুদ্ধবন্দির মতো এই দুই উত্তর কোরিয়ার সেনাও প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা পাচ্ছেন।”
কিয়েভ জানিয়েছে, উত্তর কোরিয়ার সেনারা কুরস্ক অঞ্চলে লড়াই করছে। সেখানে ইউক্রেন আগস্টে অনুপ্রবেশ শুরু করেছিল।