পদ থেকে অপসারণ করা হবে নাকি পুনর্বহাল করা হবে তা নির্ধারণের জন্য বিচারের প্রথম শুনানিতে যোগ দেবেন না দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওল। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে তিনি অংশ নেবেন না বলে ইয়োনহাপ নিউজ রবিবার তার আইনজীবীর বরাত দিয়ে জানিয়েছে।
আইনজীবী ইউন কাব-কিউনকে উদ্ধৃত করে বলা হয়েছে, “দুর্নীতি তদন্ত অফিস (সিআইও) এবং পুলিশের কর্মকর্তারা অবৈধ পদ্ধতিতে অবৈধ গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার চেষ্টা করছেন, যা ব্যক্তিগত নিরাপত্তা এবং দুর্ঘটনার বিষয়ে উদ্বেগ তৈরি করছে। বিচারে উপস্থিত হতে হলে, ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি অবশ্যই সমাধান করতে হবে।”
মঙ্গলবার সাংবিধানিক আদালতের শুনানি হওয়ার কথা রয়েছে।
ডিসেম্বরের শুরুর দিকে সামরিক আইন জারির ব্যর্থ প্রচেষ্টা চালান ইউন। এ ঘটনায় তাকে অভিশংসিত করা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হলেও সমর্থক ও প্রেসিডেন্সিয়াল নিরাপত্তা বাহিনীর বাধার মুখে গ্রেপ্তার করা যায়নি। তবে চলতি মাসে তাকে দ্বিতীয়বারের মতো গ্রেপ্তারের চেষ্টা করা হবে বলে জানিয়েছে পুলিশ।
প্রধান তদন্ত কর্মকর্তা রয়টার্সকে পাঠানো একটি ক্ষুদেবার্তায় জানিয়েছেন. ইউনের আইনজীবীরা রবিবার বিকেলে আইনজীবীদের নিয়োগের নোটিশ জমা দিয়েছেন।