নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী মালালা ইউসুফজাই আফগান তালেবান সরকারকে ‘বৈধতা’ না দিতে মুসলিম দেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত মুসলিম দেশগুলোতে মেয়েদের শিক্ষা বিষয়ক এক শীর্ষ সম্মেলনে তিনি এ আহ্বান জানিয়েছেন।
নারী ও মেয়েদের শিক্ষার উপর তালেবানের নিষেধাজ্ঞার বিরোধিতা করে ‘সত্যিকারের নেতৃত্ব প্রদর্শন’ করার আহ্বান জানিয়ে মালালা বলেছেন, “এগুলিকে বৈধতা দেবেন না। মুসলিম নেতা হিসেবে এখনই সময় আপনাদের আওয়াজ তোলার, আপনাদের ক্ষমতা ব্যবহারের। আপনারা প্রকৃত নেতৃত্ব দেখাতে পারেন। আপনারা প্রকৃত ইসলাম দেখাতে পারেন।”
দুই দিনের এই সম্মেলনে মুসলিম ওয়ার্ল্ড লিগের সমর্থনে কয়েক ডজন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মন্ত্রী এবং শিক্ষা কর্মকর্তারা যোগ দিয়েছেন।
২০২১ সালে ক্ষমতায় ফিরে আসার পর থেকে তালেবান সরকার দেশে কঠোর ইসলামী আইন আরোপ করেছে। জাতিসংঘ একে ‘লিঙ্গ বর্ণবাদ’ হিসেবে আখ্যা দিয়েছে।