আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিজে) প্রেসিডেন্ট ও শীর্ষ বিচারক নাওয়াফ সালামকে লেবাননের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। গতকাল সোমবার দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন তাকে সরকার গঠন করতে বলেছেন।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, সৌদি আরবের জোরালো চাপের জেরে গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পার্লামেন্টে এমপিদের ভোটের ভিত্তিতে লেবাননের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন আউন। তারপর নতুন প্রধানমন্ত্রী নির্ধারণের জন্য সোমবার (১৩ জানুয়ারি) ফের ভোট দেন এমপিরা।
লেবাননের পার্লামেন্টের মোট আসনসংখ্যা ১২৮টি। নাওয়াফ সালামের পক্ষে ভোট দিয়েছেন ৮৪ জন এমপি।
কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, লেবানন দীর্ঘদিন ধরেই সংকটে জর্জরিত একটি দেশ। প্রধানমন্ত্রী হিসেবে নাওয়াফ সালামের নিয়োগকে সেখানে বড় ধরনের চমক হিসেবে দেখা হচ্ছে। এর আগে প্রায় দুই বছর ধরে প্রেসিডেন্টের পদও খালি ছিল। এতদিন তত্ত্বাবধায়ক সক্ষমতার ভিত্তিতে দেশটির মন্ত্রিপরিষদ পরিচালিত হতো। শেষমেশ প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদে দুই ব্যক্তির নিয়োগ হওয়ার লেবাননের সরকার ব্যবস্থায় দুই বছর ধরে চলা অচলাবস্থার অবসান হলো।
সুন্নী অনুসারী মুসলিম নেতা নাওয়াফ সালাম এর আগেও দুইবার প্রধানমন্ত্রী পদের জন্য প্রার্থী হয়েছিলেন। তিনি লেবাননে সংস্কারবাদী নেতা হিসেবে পরিচিত।
আইসিজের প্রধান নির্বাচিত হওয়ার পর গত বছর ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলা এবং অন্যান্য ট্রাইব্যুনালের নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে এই বিচারক আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন।
লেবানন মুসলিম ও খ্রিস্টান ধর্মাবলম্বী অধ্যুষিত দেশ। মুসলিমদের মধ্যে সুন্নিরা সংখ্যাগরিষ্ঠ, তবে দেশটিতে উল্লেখযোগ্য সংখ্যক শিয়াপন্থি মুসলিমও রয়েছেন। এ কারণে দেশটির সংবিধানে শিয়া-সুন্নি মুসলিম এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিনিধিত্ব ও ভারসাম্যের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। সংবিধান অনুসারে, লেবাননের প্রেসিডেন্টকে অবশ্যই একজন ম্যারোনাইট খ্রিস্টান, প্রধানমন্ত্রীকে একজন সুন্নি মুসলিম এবং সংসদীয় স্পিকারকে একজন শিয়া মুসলিম হতে হবে।
এদিকে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, সালামের প্রধানমন্ত্রী মনোনয়ন লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও তাদের মিত্র হিসেবে পরিচিত শিয়া রাজনৈতিক দল আমালের জন্য একটি বড় ধাক্কা। প্রধানমন্ত্রী পদের জন্য সাবেক তত্ত্বাবধায়ক সরকারপ্রধান নাজিব মিকাতির প্রতি তাদের সমর্থন ছিল বলে ধারণা করা হচ্ছে।
হিজবুল্লাহর সংসদীয় ব্লকের নেতা মোহাম্মদ রাদ সাংবাদিকদের বলেন, সালামকে মনোনীত করার পদক্ষেপ দেশে ‘বিভাজনের’ বীজ বপন করেছে।