‘ইরাক এবং বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসীদের অন্যতম’ ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) নেতা নিহত হয়েছেন। ইরাকের প্রধানমন্ত্রী শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি জানিয়েছেন, আবদুল্লাহ মক্কি মুসলিহ আল-রুফায়ি, যিনি আবু খাদিজা নামেও পরিচিত, তিনি ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইরত মার্কিন নেতৃত্বাধীন জোটের সহায়তায় ইরাকি নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছেন।
ইসলামিক স্টেট বছরের পর বছর ধরে সিরিয়া ও ইরাকের লাখ লাখ মানুষের উপর নির্যাতন চালিয়েছে। গোষ্ঠীটি মধ্যপ্রাচ্য, পশ্চিম এবং এশিয়ায় পুনরায় ক্ষমতায় আসার চেষ্টা করছে।
২০১৪ সালে ইরাক ও সিরিয়ার এক-চতুর্থাংশ এলাকাজুড়ে খিলাফত ঘোষণা করেন আইএসের সাবেক নেতা আবু বকর আল-বাগদাদি। এরপর ২০১৯ সালে উত্তর-পশ্চিম সিরিয়ায় মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে তিনি নিহত হন। এই অভিযানে গোষ্ঠীটি ভেঙে পড়ে। গত জুলাই মাসে মার্কিন কেন্দ্রীয় কমান্ড জানায়, গোষ্ঠীট সম্প্রতি ‘পুনর্গঠনের’ চেষ্টা করছে।