নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে থেকে ১৭ দালালকে আটকের পর সাজা দিয়েছেন র্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় কয়েকজনকে অর্থদণ্ড দেওয়া হয়। সোমবার বিকেলে র্যাব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. গাউসুল আজমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে থেকে পাসপোর্ট দালাল চক্রের ১৭ সদস্যকে আটক করা হয়। এর মধ্যে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং ৪ জনকে অর্থদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্তরা হলেন-মো. রাসেল, মো. নুরুজ্জামান, মো. লাভলু, মো. স্বপন, রেজাউল ইসলাম, রাহেলা বেগম, মোছা. সুফিয়া, মো. সেলিম, নজরুল ইসলাম দুলাল, জীবন শিকদার, মো. সুজন, মো. আবদুল হান্নান, মো. মনসুর, টুটুল শেখ, দেলোয়ার হোসেন, এনামুল হক সালু ও রোজিনা বেগম। রাইজিংবিডি/ঢাকা/৭ আগস্ট ২০১৭/মাকসুদ/সাইফ