আইন ও অপরাধ

বিদেশি মুদ্রাসহ গ্রেপ্তার জাহাঙ্গীর রিমান্ডে

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াই কোটি টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রাসহ গ্রেপ্তার তুরস্কগামী যাত্রী মোহাম্মদ জাহাঙ্গীর গাজীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৭ জুলাই) বিমানবন্দর থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামি জাহাঙ্গীর গাজীকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপ-পরিদর্শক মো. কবির হোসেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৬ জুলাই টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে তুরস্ক যাওয়ার সময় তাকে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ।

আর্মড পুলিশ জানায়, জাহাঙ্গীর আগে কাপড়ের ব্যবসা করতেন। ২৬ জুলাই সকাল ৬টায় তুরস্কে যাওয়ার সময় উড়োজাহাজে ওঠার আগমুহূর্তে তাকে আটক করা হয়। প্রথমে তিনি তার সঙ্গে বিদেশি মুদ্রা থাকার কথা অস্বীকার করেন। পরে তল্লাশি করা হলে তার ব্যাগের ভেতরে শার্টের মধ্যে লুকানো অবস্থায় আটটি দেশের মুদ্রা পাওয়া যায়। এর মধ্যে ১১ লাখ ৬৫ হাজার সৌদি রিয়াল ছিল। এছাড়া, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ইউরো, ওমান, কুয়েত, থাইল্যান্ড, দুবাইয়ের মুদ্রা ছিল।