আইন ও অপরাধ

পুলিশ বক্সে হামলা: ২ জঙ্গি রিমান্ডে

পুলিশ বক্সে হামলার মামলায় গ্রেপ্তার দুই জঙ্গির ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) উপ-পরিদর্শক বনি আমিন যাত্রাবাড়ী থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামিদের ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলো—শফিকুর রহমান হৃদয় ওরফে বাইতুল্লাহ, মেহসুদ ওরফে ক্যাপ্টেন খাত্তাব ও মো. খালিদ হাসান ভূঁইয়া ওরফে আফনান।

আদালতে যাত্রাবাড়ী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা শাহ আলম এসব তথ‌্য নিশ্চিত করেছেন।

গত ১ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০০ গ্রাম বিস্ফোরক জাতীয় পদার্থ, তিনটি বিউটেন গ্যাসের ক্যান, এক সেট রিমোট কন্ট্রোল ডিভাইস, চার প্যাকেট ছোট সাইজের বিয়ারিং বল, ১০টি ক্রিসমাস বাল্ব, দুটি ইলেকট্রিক টেপ, একটি আইইডি তৈরির ম্যানুয়াল ও হামলায় ব্যবহৃত পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।

জানা যায়, গ্রেপ্তারকৃতরা অন্য সহযোগীদের নিয়ে নাশকতা ও পুলিশের ওপর হামলার লক্ষ্যে একত্রিত হয়েছিল। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়।

প্রসঙ্গত, ২০১৯ ও ২০২০ সালে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও নারায়ণগঞ্জে কয়েকটি পুলিশ বক্সে হামলা করা হয়। এর সঙ্গে জড়িত নব্য জেএমবির অনেক সদস‌্যকে এর আগেও গ্রেপ্তার করেছিল পুলিশ।